মেসি বার্সায় থাকলে পদত্যাগ করবেন বার্তোমেউ

প্রকাশ : ২৮ আগস্ট ২০২০, ১৬:৩৬

সাহস ডেস্ক

পুরো ফুটবল বিশ্বে এখন আলোচনার কেন্দ্রবিন্দু, বার্সেলোনা ছাড়ছেন মেসি। ক্লাব কর্তৃপক্ষে সঙ্গে মত বিনিময় হচ্ছিলনা তার। নতুন কোচ রোনাল্ড কোম্যানের সঙ্গেও আলোচনাটা ফলপ্রসু হয়নি। ফলে বার্সেলোনায় থাকবেন না এই সেরা তারকা খেলোয়াড়। এক ব্যুরোফ্যাক্সের মাধ্যমে বার্সা ছাড়ার কথা জানিয়ে দিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি।

এবার আলোচরান মোড় ঘুরেছে অন্যদিকে। আলোচনা হচ্ছে বার্সা প্রেসিডেস্ট জোসেপ মারিয়া বার্তোমেউকে নিয়েও। অনেকে তার পদত্যাগের দাবি করছেন। তবে নতুন খবর হলো মেসি বার্সেলোনাতে থাকেলেই পদত্যাগ করবেন ক্লাব প্রেসিডেন্ট বার্তোমেউ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্প্যানিশ গণমাধ্যম টিভিথ্রি’র বরাত দিয়ে মার্কা নিশ্চিত করেছে বিষয়টি।

গণমাধ্যমটি আরও বলছে, এখন মেসিকে ক্লাব ছাড়ার বিষয়ে ভাবতে হবে কিংবা চাপটা তার ওপরই থাকবে। লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন দু’দিন পার হয়ে গেছে। কিন্তু এখনও এ নিয়ে কোনো কথাই বলেননি বার্সেলোনা প্রেসিডেন্ট বার্তোমেউ। তবে বার্সেলোনার নতুন কোচ রোনাল্ড কোম্যানের সঙ্গে মেসির আলোচনাটা ফলপ্রসু হয়নি। ফলে বার্তোমেউ পদত্যাগ করলেও মেসি বার্সেলোনায় থাকবেন কিনা সেটা নিয়েও প্রশ্ন থেকে যায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত