আবারও চ্যাম্পিয়নস লিগে পিএসজির হার, ফাইনালে লিঁও

প্রকাশ : ২৭ আগস্ট ২০২০, ১৫:১৪

সাহস ডেস্ক

সদ্য সমাপ্ত পুরুষদের চ্যাম্পিয়নস লিগে পর্তুগালের লিসবনে নিজেদের ইতিহাসে প্রথমবার ফাইনাল খেলে জার্মান ক্লাব বায়র্ন মিউনিখের বিপক্ষে ১-০ গোলে হেরে শিরোপার স্বপ্নভঙ্গ হয় ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি)। এর আগে লিগের দ্বিতীয় সেমিফাইনালে এই বায়ার্নের বিপক্ষেই ৩-০ গোলে হেরে বিদায় নেয় আরেক ফরাসি ক্লাব লিঁও।

তবে চলতি মৌসুমে নারী চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় সেমিফাইনালে প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে লিঁও।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠ সান ম্যামেস স্টেডিয়ামে পিএসজিকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে লিঁও।

এদিন হাড্ডাহাড্ডি শুরু করলেও প্রথমার্ধে গোলশূন্যতেই বিরতিতে যায় দু’দল। পরে বিরতি থেকে ফিরে এসে ম্যাচের ৬৭তম মিনিটে ওয়েন্ডি রেনার্ডের হেড থেকে এগিয়ে যায় লিঁও। এরপর ম্যাচের বাকি সময় ব্যবধানটি ধরে রেখে ফাইনালের টিকেট কাটে তারা। এ নিয়ে রেকর্ড নবমবারের মতো নারী চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলবেন রেনার্ড। আসরে এটি তার ২৪তম গোল।

উত্তেজনা ছড়ানো ম্যাচে গোল হজমের ২ মিনিট আগে গ্রেস গায়েরো লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় ১০ জনের দল হয়ে পড়ে পিএসজি। অবশ্য পরে ৭৫তম মিনিটে নিকিতা প্যারিস লাল কার্ড দেখায় ১০ জন নিয়ে খেলতে হয় লিঁওকেও।

আগামী ৩১ আগস্ট নারী চ্যাম্পিয়নস লিগের শিরোপা নির্ধারনী ম্যাচে ওলভসবার্গের বিপক্ষে মাঠে নামবে লিঁও।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত