বার্সেলোনা ছাড়তে চান মেসি, জানিয়ে দিলেন নিজেই

প্রকাশ : ২৬ আগস্ট ২০২০, ০২:২৯

সাহস ডেস্ক

এই মৌসুমেই বার্সেলোনা ছাড়তে চান আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি। বার্সেলোনাকে জানিয়ে দিলেন, এই ক্লাবে আর থাকবেন না। দ্রুত চুক্তি বাতিল করে নতুন ঠিকানা খুঁজতে চান আর্জেন্টাইন জাদুকর। ক্রীড়াবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন দিয়েছে বোমা ফাটানো খবরটি।

শুধু ইএসপিএন নয়, ইউরোপ ও বিশ্বের বড় বড় সংবাদমাধ্যমও জানাচ্ছে একই খবর। বার্সেলোনায় পালাবদলের যে ‘জয়গান’ গাওয়া হচ্ছে, সেখানে নিজেকে রাখতে চাইছেন না ছয়বারের ব্যালন ডি’অর জয়ী। প্রাণের ক্লাবে বড্ড হাঁফিয়ে উঠেছেন আর্জেন্টাইন অধিনায়ক। গ্রাস করা হতাশায় নতুন চ্যালেঞ্জেলের খোঁজে বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত তার।

সাংবাদিক আলফ্রেডো মার্টিনেজ টুইট করেছেন, আজ বার্সেলোনা ভক্তদের অতীব দুঃখের দিন। লিও মেসি জানিয়ে দিয়েছেন, তিনি আর বার্সোলোনায় থাকতে চান না। ইতিহাসের শ্রেষ্ঠ ফুটবলার ক্লাব ছাড়ার ঘোষণা দিলেন।

মেসির সাবেক সতীর্থ কার্লোস পুয়োল টুইটে লিখেছেন, লিও, তোমার প্রতি শ্রদ্ধা ও সম্মান। সব সময়ই সমর্থন থাকবে, বন্ধু! পুয়োলের টুইটের রিপ্লাইয়ে হাততালির ইমোজি দিয়েছেন লুইস সুয়ারেজ, যাকে আজই ফোন করে বার্সা থেকে বিদায় জানিয়ে দিয়েছেন নতুন কোচ রোনাল্ড কোম্যান।

বার্সার সঙ্গে ২০ বছরের সম্পর্কের ইতি টানতে চলেছেন মেসি, বিষয়টা ক্লাবের সমর্থকদের জন্য অনেক ধাক্কা সন্দেহ নেই। কৈশোর থেকে যে ক্লাবের আঙিনায় বেড়ে উঠেছেন, যে ক্লাবে শুরু পেশাদার ফুটবল, যে ক্লাব তাকে দু'হাত ভরে দিয়েছে, যাদের নিজে দু'হাত ভরে দিয়েছেন সেই প্রিয় ঠিকানা ছেড়ে যাওয়া মেসির জন্যও সহজ কাজ নয় মোটেই। কিন্তু পরিস্থিতি এখন পাল্টে গেছে। ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিজেই জানিয়ে দিয়েছেন বার্সা অধিনায়ক।

মেসির সঙ্গে বার্সার চুক্তির মেয়াদ এক বছর বাকি। তবে বর্তমান চুক্তি অনুযায়ী মৌসুম শেষে ক্লাব ছাড়ার সুযোগ আছে মেসির। সেক্ষত্রে রিলিজ ক্লজও লাগবে না। কারণ মেসি যেতে চাইলে তিনি ফ্রি এজেন্ট হিসেবে পরিগনিত হবেন। কিন্তু তিনি না যেতে চাইলে এবং বার্সা ছাড়তে না চাইলে তাকে কিনতে যেকোনো ক্লাবকে রিলিজ ক্লজের ৭০০ মিলিয়ন ইউরো খরচ করতে হবে। কিন্তু মেসি নিজেই যেতে চাইলে এখন ম্যানচেস্টার সিটি, পিএসজি, ইন্টার মিলান দরদাম করতে পারবে।

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে বিধ্বস্ত হয়ে বিদায় নেওয়ার পর থেকেই বার্সায় ঝড় বয়ে যাচ্ছে। এরইমধ্যে কিকে সেতিয়েনের জায়গায় নতুন কোচ এসেছেন। আর দায়িত্ব নিয়েই নতুন কোচ কোম্যান দলের ‘বুড়ো’দের বিদায় করে দেওয়ার কথা বলছেন। মেসির ভবিষ্যৎ নিয়েও আলোচনা করেছেন তিনি। সেই বৈঠকে মেসি ক্লাবে নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছেন। কিন্তু একান্ত বৈঠকের তথ্য বাইরে চলে আসায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মেসি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত