চলে গেলেন হাকি তারকা এহতেশাম

প্রকাশ : ১৭ আগস্ট ২০২০, ১৬:৫০

সাহস ডেস্ক

না–ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশ জাতীয় হকি দলের সাবেক তারকা খেলোয়াড় ও কোচ এহতেশাম সুলতান। মৃতুর সময় বয়স হয়েছিল ৭৭ বছর।

আজ সোমবার (১৭ আগস্ট) ভোর সাড়ে পাঁচটায় তিনি মারা যান।

রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত এই ক্রীড়াবিদ বেশ কিছুদিন ধরে গলব্লাডার সমস্যায় ভুগছিলেন। লিভার ক্যানসারেও আক্রান্ত ছিলেন। তাঁর জানাজা আজ বেলা তিনটায় মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে হয়েছে।

এহতেশাম সুলতানের ছোট ভাই বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ইমতিয়াজ সুলতান জনি। তাঁর আরেক ভাই এলহাম সত্তর দশকে আবাহনী ক্রীড়াচক্রের গোলরক্ষক ছিলেন। জনির যমজ ডনও ফুটবল খেলতেন। ছয় ভাইয়ের মধ্যে চারজনই খেলাধুলা করতেন। এহতেশাম সুলতান আজাদ পিডব্লিউডির হয়ে ঢাকার প্রথম বিভাগে ফুটবল খেলেন। হকি খেলেন সোনালী ব্যাংকের জার্সিতে।

এহতেশাম সুলতানের মৃত্যুতে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি (বিএসপিএ) গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে। এহতেশাম সুলতান বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি কর্তৃক সম্মানিত হয়েছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত