বাফুফে বভনে আগুন, বেঁচে গেলেন সভাপতি

প্রকাশ : ১৭ আগস্ট ২০২০, ১৩:০৩

সাহস ডেস্ক

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছে। এতে বড় দূর্ঘটনা থেকে বেঁচে গেছেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন।

রবিবাব (১৬ আগস্ট) বাফুফে ভবনে আগুন লাগলে তিনি আতঙ্কে দ্রুত নিচে নেমে আসেন।

কাজী সালাউদ্দিন বসেন বাফুফের দ্বিতীয় তলায়। তার মাথার ওপরের তৃতীয় তলায় লাগে আগুন। কক্ষটি ব্যবহৃত হয় রেফারিদের জন্য। প্রত্যক্ষদর্শীরা জানায়, আনুমানিক বিকেলে সাড়ে ৪টা এবং পৌনে ৫টার মধ্যে তৃতীয় তলা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এর ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাফুফে ভবনে। এই সময় সভাপতি তার দ্বিতীয় তলার কক্ষে বসে কাজ করছিলেন।

হঠাৎ তিনি শুনতে পান, ‘আগুন, আগুন!’ এই আওয়াজ শুনে ভবনে থাকা বাফুফের সভাপতি, সাধারণ সম্পাদক, নির্বাহী কমিটির এক সদস্য এবং কর্মকর্তা-কর্মচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। কাজী সালাউদ্দিনসহ সবাই দ্রুত নিচে আসেন সঙ্গে সঙ্গে এবং সামনের মাঠে অবস্থান নেন।

এরপর বাফুফের কর্মচারীরাই আগুন নিয়ন্ত্রণে আনেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ বলেন।

তিনি বলেন, ‘শর্টসার্কিটের কারেণে এসিতে আগুন ধরে গিয়েছিল। দ্রুত আমরা সভাপতিকে নিয়ে নিচে নেমে যাই এবং বিদ্যুতের সব লাইন বন্ধ করে দিই। পরে ভবনের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত