আবারও দুঃসংবাদ, বার্সার ডিফেন্ডার করোনায় আক্রান্ত

প্রকাশ : ১৫ আগস্ট ২০২০, ১৭:৩৭

সাহস ডেস্ক

জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের কাছে ধবল ধোলাই হওয়ার পর এমনিতেই চাপে আছে বার্সেলোনা। তার মধ্যে আবারও দুঃসংবাদ, বার্সা ডিফেন্ডার স্যামুয়েল উমতিতি মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এক বিবৃতিতে বার্সা জানায়, বৃহস্পতিবার সে টেস্ট করিয়েছে, তার শারীরিক অবস্থা ভালো এবং সে ঘরেই আইসোলেশনে আছে। ক্লাব ইতোমধ্যে প্রাসঙ্গিক খেলা ও স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছে জানিয়ে দিয়েছে, যে তার কাছে আসা সবাইকে খুঁজে বের করে টেস্ট করাতে।

যদিও গত জুলাই থেকে হাঁটুর ইনজুরির কারণে দলের সঙ্গে নেই ২৬ বছর বয়সী এই ফরাসি তারকা। বাড়িতে থেকে সেরে উঠতে কাজ করছেন তিনি। ফলে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে লিসবনে তিনি ছিলেন না। যেখানে এক লেগের এই ম্যাচে ৮-২ গোলে হেরে বিদায় নেয় বার্সা।

এর আগে বার্সা নাম প্রকাশে অনিচ্ছুক এক ফুটবলারের করোনা পজিটিভ বলে জানিয়েছিল। পরবর্তীতে জানা যায় সেই ফুটবলার জেন-ক্লাইর তোদিবো।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত