দলের পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে ফেলেছি: বার্তেমেউ

প্রকাশ | ১৫ আগস্ট ২০২০, ১৭:১৭ | আপডেট: ১৫ আগস্ট ২০২০, ১৭:৫৪

অনলাইন ডেস্ক

 

উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের বিপক্ষে ধবল ধোলাই হয়েছে কাতালান ক্লাব বার্সেলোনা। তবে এ ম্যাচ শেষেই দলের দ্রুত পরিবর্তনের ইঙ্গিত দিয়ে রাখছেন বার্সা প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তেমেউ।

শুক্রবার (১৪ আগস্ট) লিসবনে একমাত্র লেগের এই ম্যাচে কিকে সেতিয়েনের শিষ্যরা হেরেছে ৮-২ গোলের ব্যবধানে।

প্রেসিডেন্ট বার্তেমেউ ‘এটা অনেক অনেক কঠিন রাত ছিল। বার্সা সমর্থক, সদস্য, খেলোয়াড় এবং সবার জন্য আমি দুঃখপ্রকাশ করছি। আমরা আমাদের চেনা রূপে ছিলাম না। আমি দুঃখিত।’

তিনি বলেন, ‘বেশ কিছু সিদ্ধান্ত আমরা এরই মধ্যে নিয়ে ফেলেছি। আগামী কয়েকদিনের মধ্যে আরও কিছু সিদ্ধান্ত নেয়া হবে। আগামী সপ্তাহ থেকে একের পর এক ঘোষণা দেয়া হবে। সবকিছু ঠাণ্ডা হওয়ার পর এসব করা ভালো হবে।’

বার্তেমেউ আরও বলেন, ‘এটা সত্যিই বাজে হার। অসাধারণ খেলার জন্য শুভেচ্ছা জানাই বায়ার্নকে। তারা সেমিফাইনালের যোগ্য দল। আমরা নিজেদের সেরাটা দিতে পারিনি, এমনকি কাছে যেতে পারিনি। আজকের দিনটি বিপর্যয় ছিল এবং আমাদের সিদ্ধান্ত নিতে হবে। কারও নাম আমরা ইতোমধ্যে চিন্তা করে রেখেছি। আজকের দিনে অবশ্য এমন সিদ্ধান্ত নিচ্ছি না। আমরা ক্ষমা চাই সমর্থক, মেম্বার ও বার্সেলোনিস্তাসের কাছে।’

সাম্প্রতিক পারফরম্যান্স তো রয়েছেই বিশেষ করে এই ম্যাচের বিপর্যয় শেষে ব্যাপকভাবে সমালোচিত হয়েছেন বার্তেমেউ। কটু কথা শুনছেন হেড কোচ কিকে সেতিয়েনসহ দলের বেশ কয়েকজন ফুটবলার।