নেইমারের একার আয় পুরো আটালান্টা স্কোয়াডের সমান

প্রকাশ : ১১ আগস্ট ২০২০, ১৬:০৬

সাহস ডেস্ক

উয়েফা চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর ম্যাচে ভ্যালেন্সিয়াকে দুর্দান্তভাবে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে বড় আসরে প্রথম খেলতে আসা আটালান্টা। আগামী বুধবার (১২ আগস্ট) রাতে কোয়ার্টার ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) মুখোমুখি হয়ে আটালান্টা। ফরাসি ক্লাবটি ইউরোপিয়ান ফুটবলে প্রতিষ্ঠিত শক্তি। টাকায় কিংবা খেলায়। আতালান্তা সে তুলনায় পিএসজির ধারেকাছেও নেই।

বিশেষ করে আর্থিক দিক থেকে চিন্তা করলে দুই দলের পার্থক্য বিশাল। এমনকি পিএসজি ফরোয়ার্ড নেইমার জুনিয়রের একার আয় আতালান্তার পুরো দলের সম্মিলিত আয়ের সমান। হিসেব কষে এমন তথ্যই জানিয়েছে ইতালিয়ান সংবাদমাধ্যম ‘লা গাজেত্তা দেল্লো স্পোর্ত’। পিএসজিতে সব মিলিয়ে ব্রাজিলিয়ান তারকার বাৎসরিক আয় ৩৬ মিলিয়ন ইউরো। ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপ’-এর হিসেবে বোনাস ও অন্যান্য বিষয়াদি বাদ রেখে নেইমারের বার্ষিক নিট আয় ৩০ মিলিয়ন ইউরোর কিছু বেশি। এদিকে আতালান্তার গোটা স্কোয়াডের বাৎসরিক আয় ৩৩ থেকে ৩৬ মিলিয়ন ইউরোর মধ্যে।

ইতালিয়ান ক্লাবটির সর্বোচ্চ আয়কারী তিন খেলোয়াড় পাপু গোমেজ, ডুভান জাপাতা ও লুই মুরিয়েল। তাদের বাৎসরিক আয় ১.২ মিলিয়ন ইউরো। বোনাস মিলিয়ে সেটি সর্বোচ্চ দাঁড়ায় ১.৮ মিলিয়ন ইউরো। এ তিনজন মিলে বছর শেষে ঘরে তোলেন সর্বোচ্চ ৫ মিলিয়ন ইউরো। এদিকে পিএসজি আক্রমণভাগের তিন তারকা নেইমার, কিলিয়ান এমবাপ্পে ও মাউরো ইকার্দি মিলে বছরে মোট আয় করেন ৫৫ মিলিয়ন ইউরো। এমবাপ্পে বছরে পান ১৬ মিলিয়ন ইউরো।

কাড়ি কাড়ি পেট্রো ডলার খরচ করেও চ্যাম্পিয়নস লিগ শিরোপার দেখা পায়নি পিএসজি। কোয়ার্টার ফাইনালে ওঠাই তাদের সর্বোচ্চ সাফল্য। এদিকে বেতন বিচারে পুঁচকে স্কোয়াড নিয়ে চ্যাম্পিয়নস লিগে অভিষেকেই কোয়ার্টার ফাইনালে উঠেছে আতালান্তা। তবে মাঠের খেলায় এসবের কোনো গুরুত্ব নেই বললেই চলে। কারণ ‘পুঁচকে’ আতালান্তা ঠিকই ‘ডাকসাইটে’ পিএসজিকে হাবুডুবু খাওয়াতে পারে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত