লুকাকুর দুর্দান্ত পারফরম্যান্সে ইউরোপার সেমিতে ইন্টার মিলান

প্রকাশ : ১১ আগস্ট ২০২০, ১৪:৪৬

সাহস ডেস্ক

ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে ঘরের মাঠে রুমেলো লুকাকুর দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে বায়ার লেভারকুসেনকে হারিয়ে ২০১০ সালের পর এই প্রথম ইউরোপা লিগের সেমিফাইনালে পৌছালো ইন্টার মিলান।

সোমবার (১০ আগস্ট) রাতে ইস্প্রিত অ্যারেনায় বায়ার লেভারকুসেনকে ২-১ গোলে হারিয়েছে নারাজ্জুরিরা।

সর্বশেষ ২০১০ সালে সাবেক কোচ হোসে মরিনহোর সেসময়ের শিষ্য দিয়েগো মিলিতাওয়ের গোলে সেমির মুখ দেখেছিল ইন্টার। শুধু কি তাই, সেবার স্বঘোষিত স্পেশাল ওয়ানের অধীনে ট্রেবল জয়ের কৃতিত্ব গড়েছিল ইতালিয়ান জায়ান্টরা।

এদিন প্রথমে এগিয়ে যায় ইন্টার। ম্যাচের ১৫তম মিনিটে প্রথম গোলটি করেন নিকোলা বারেল্লা। এরপর ব্যাবধান দ্বিগুণ করতেও সময় নেয়নি ইতালিয়ান জায়ান্টরা। ম্যাচের ২১তম মিনিটে দ্বিতীয় গোলটি করেন বেলজিয়াম ফরোয়ার্ড রোমেলু লুকাকু। এই বেলজিয়ান ফরোয়ার্ড ইউরোপা লিগ অথবা উয়েফা কাপের টানা ৯ ম্যাচে গোল করার কীর্তি গড়লেন।

এরপর ঠিক তিন মিনিট পরেই অর্থাৎ ম্যাচের ২৪তম মিনিটে কেভিন ভোল্যান্ডের বানিয়ে দেওয়া বলে লক্ষ্যভেদ করে ব্যবধান কমিয়ে আনেন লেভারকুসেনের কাই হাভেরৎজ। পরে বাকি সময়ে আর কোন গোল না হলে এই ২-১ গোলের জয় নিয়ে সেমিফাইনালে পৌঁছে গেলো ইন্টার মিলান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত