আরাম করে ঘুমানোর কথা ভুলে যাও: গাত্তুসো

প্রকাশ : ০৯ আগস্ট ২০২০, ১৮:৫৭

সাহস ডেস্ক

ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের কোচ মাওরাসিও সারিকে ছাটাই করে রোনালদো-দিবালাদের দায়িত্ব দিয়েছে ক্লাব কিংবদন্তি আন্দ্রেয়া পিরলোকে। এতে সমর্থকদের সমর্থনও পেয়েছে বোর্ড। তবে সাবেক সতীর্থকে একটু ভিন্ন উপায়েই শীর্ষ পর্যায়ের কোচিংয়ে স্বাগতম জানিয়ে জেনারো গাত্তুসো বলেছেন, শান্তির দিন শেষ, আরাম করে ঘুমানোর কথা ভুলে যাও!

ইতালিতে একক আধিপত্য বিস্তার করে চ্যাম্পিয়নস লিগ জেতার পণ করেছিল জুভেন্টাস। মরিসিও সারি সে কাজে ব্যর্থ হওয়ায় তাঁকে কালই বরখাস্ত করেছে জুভেন্টাস। আর ক্লাবের আশা ভরসা দুই বছরের জন্য পিরলোর কাঁধে তুলে দিয়েছে বোর্ড। এর আগে শীর্ষ পর্যায়ে কোনো ক্লাবে কোচিং করানোর অভিজ্ঞতা না থাকা পিরলোকেই এখন জুভেন্টাসের মতো পরাক্রমশালী এক দলের ডাগআউট সামলাতে হবে। 

জুভেন্টাসের হয়ে চার বছরে চারটি সিরি আ’ ও একটি কোপা ইতালিয়া জিতে অবসর নিয়েছেন পিরলো। কিন্তু ক্যারিয়ারের বড় একটা অংশ এসি মিলানেই কাটিয়েছেন। ইতালি ও মিলানে তাঁর সঙ্গী হিসেবে নিয়মিতই মাঝমাঠ সামলেছেন গাত্তুসো। পিরলো একটু সময় নিলেও খেলোয়াড় থাকার সময়ই কোচিং বেছে নিয়েছিলেন গাত্তুসো। গত সাত বছরে পালের্মো, মিলান হয়ে এখন নাপোলির দায়িত্বে আছেন। মাঠে ছড়ি ঘোরানো ও ডাগআউটে দিক নির্দেশনার মধ্যে যে পার্থক্য আছে, সে সম্পর্কে পিরলোকে সতর্ক করেছেন গাত্তুসো।

গতকাল বার্সেলোনার কাছে ৩-১ গোলের হারের পর স্কাই ইতালিয়াকে বলেছেন, ‘ওর সর্বনাশ হয়ে গেল...এই চাকরিটা সে রকমই। জুভেন্টাসের মতো ক্লাবে শুরু করতে পেরে ও ভাগ্যবান। কিন্তু এটা এমন এক পেশা যেখানে অসাধারণ খেলোয়াড় হওয়াটাই যথেষ্ট নয়। অনেক পড়াশোনা করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে এবং ভালো ঘুম হবে না।’

জুভেন্টাস স্কোয়াডে ভালো খেলোয়াড়ের অভাব নেই। ক্রিশ্চিয়ানো রোনালদো, পাওলো দিবালাদের মতো খেলোয়াড়দের সামলানোর জন্য ব্যক্তিত্বসম্পন্ন কোচ প্রয়োজন হয়। পিরলোর মতো কিংবদন্তিকে সে কারণেই হয়তো বেছে নিয়েছে জুভেন্টাস। তবে গাত্তুসো সতর্ক করে দিলেন, কাজটা এত সহজ নয়, ‘খেলোয়াড় ও কোচের ভূমিকা একদমই ভিন্ন। একদমই ভিন্ন পেশা এবং বই থেকে এসব শেখা যায় না। এই কাজে প্রথমে নামতে হয় এবং কাজ করতে হয়। এটা কঠিন এক জগৎ।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত