কোয়ার্টার ফাইনালের সময় সূচি

প্রকাশ : ০৯ আগস্ট ২০২০, ১৫:২৬

সাহস ডেস্ক

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বিরতির পর অবশেষে শেষ হলো ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর রাউন্ড। এই রাউন্ড শেষে কোয়ার্টার ফাইনালের লাইনআপ নিশ্চিত হলো।

এ জন্য চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথমবারের মত ফরম্যাট পরিবর্তন করে নিলো উয়েফা এবং পুরোপুরি বিশ্বকাপের আদলে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল আয়োজনের সিদ্ধান্ত নেয় তারা।

এই কমযজ্ঞ শেষ করতে উয়েফা সময় নেবে মাত্র ১২দিন। একই শহরে সবগুলো দল রেখে টুর্নামেন্টটি শেষ করার পরিকল্পনা গ্রহণ করে তারা। এ কারণে ইউরোপে মোটামুটি কম সংক্রমিত এলাকা পর্তুগালের লিসবনকেই বেছে নেয় ইউরোপিয়ান ফুটবলের অভিভাবক সংস্থাটি।

শুধু তাই নয়, দ্বিতীয় রাউন্ডের ফিরতি লেগের চারটি ম্যাচ বাকি থাকার পরও আগেই চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনালের ড্র ও সূচি তৈরি করে রেখেছিল তারা।

বিশ্বকাপের মতোই কোয়ার্টার ফাইনাল থেকে এবার হবে শুধুমাত্র এক পর্বের ম্যাচ। নকআউট পদ্ধতিতে। ফিরতি লেগের ম্যাচ শেষ না হওয়ার পরও ড্র অনুষ্ঠিত হয়ে যাওয়ায় মোটামুটি নিশ্চিত ছিল কোয়ার্টারে কে কার মুখোমুখি হচ্ছে। শনিবার রাতে সেটা পুরোপুরিভাবে চূড়ান্ত হয়ে গেলো। যেখানে সর্বশেষ নাপোলিকে বার্সেলোনা ও চেলসিকে বায়ার্ন মিউনিখ হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে।

স্প্যানিশ জায়ান্ট বার্সা ও জার্মান কিং বায়ার্ন আগামী শুক্রবার (১৪ আগস্ট) সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে মাঠে নামবে। যেখানে ১৫ আগস্ট ম্যানচেস্টার সিটি ও লিওঁ মুখোমুখি হবে। অন্যদিকে পিএসজি ও আটালান্টা ১২ আগস্ট নিজেদের মধ্যে ম্যাচ খেলবে। আর ১৩ আগস্ট আরবি লিপগিজ ও অ্যাতলেটিকো মাদ্রিদের সাক্ষাত হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত