করোনা জয় করে অনুশিলনে ফিরলেন জাভি

প্রকাশ : ৩০ জুলাই ২০২০, ১৩:৫২

সাহস ডেস্ক

মাত্র কয়েকদিনের ব্যবধানে করোনাভাইরাস থেকে আরোগ্য লাভ করেছেন বার্সেলোনার স্প্যানিশ কিংবদন্তি সাবেক মিডফিল্ডার জাভি হার্নান্দেজ। স্বল্প সময়ের আইসোলেশন শেষে অনুশিলনেও ফিরছেন তিনি।

গত শনিবার (২৫ জুলাই) করোনা ভাইরাসে আক্রান্ত হন জাভি। আর এ খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিল তার দল আল-সাদ। এরপর মাত্র চারদিনের আইসোলেশনে থেকে সুস্থ হয়ে ওঠলেন ৪০ বছর বয়সী জাভি।

কোভিড-১৯ পজিটিভ হওয়ায় আল খোর’র বিপক্ষে ম্যাচে আল-সাদের ডাগআউটে দাঁড়াতে পারেননি তিনি। তবে এখন সুস্থ হয়ে পুনরায় কাজে ফিরছেন জাভি।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) সুস্থতার পর ঘরে ফেরার বিষয়ে বিশ্বকাপজয়ী সাবেক স্প্যানিশ মিডফিল্ডার তার অফিসিয়াল ইন্সটাগ্রামে লেখেন, ‘আমার খোঁজ-খবর বিষয়ক এতদিন ধরে যেসব মেসেজ আমি পেয়েছি তার জন্য আপনাদের ধন্যবাদ। আমি আপনাদের সঙ্গে আরেকটি সুখবর ভাগাভাগি করতে চাই, আমি সুস্থ হয়ে ওঠেছি এবং পরিবারের সঙ্গে বাড়িতে ও আল-সাদ দলে ফিরছি।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত