শিরোপা হারালেও নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন মেসি

প্রকাশ : ২০ জুলাই ২০২০, ০৫:১৪

সাহস ডেস্ক

চলতি মৌসুমের স্প্যানিশ লা লিগা শিরোপা হাব ছাড়া হয়েছে বার্সেলোনা। তবুও নিজেদের শেষ ম্যাচে আলাভেসকে গোলবন্যায় ভাসিয়ে চলতি মৌসুম শেষ করল কাতালান ক্লাব বার্সেলোনা। আর এ ম্যাচেই জোড়া গোল করলেন আর্জেন্টাইন বার্সা ফরোয়ার্ড লিওনেল মেসি। হয়তো শীর্ষ গোলদাতার পুরষ্কার পিচিচি ট্রফিটাও যাচ্ছে এই আর্জেন্টাইনের দখলে। এর আগে এক ম্যাচে হাতে রেখেই শিরোপা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।

রবিবার (১৯ জুলাই) মেন্ডিজোরোজা স্টেডিয়ামে আলাভেসকে ৫-০ গোলে হারিয়েছে কিকে সেতিয়েনের শিষ্যরা।

এ নিয়ে রেকর্ড সপ্তমবারের মতো ‘পিচিচি ট্রফি’ জিততে চলেছেন মেসি। বিগত ১০০ বছরেও অন্য কারো পক্ষে এমন কীর্তি গড়া সম্ভব হয়নি। এতদিন কিংবদন্তি তেলমো জারা’র সঙ্গে রেকর্ড ভাগাভাগি করতে হয়েছে মেসিকে। দুজনেরই এই কীর্তি আছে ছয়বার করে।

চলতি লা লিগায় সর্বোচ্চ ২৩ গোল নিয়ে গোলদাতাদের তালিকায় শীর্ষে আছেন মেসি। ২১ গোল নিয়ে সেরা গোলদাতার দ্বিতীয়তে আছে সদ্য শিরোপাজয়ী রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত