সাকিবের বাবা করোনা পজেটিভ

প্রকাশ | ১৯ জুলাই ২০২০, ১৯:৩৭

অনলাইন ডেস্ক

সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা করোনা পজিটিভ হয়েছেন। তিনি বর্তমানে মাগুরায় নিজ বাসায় আইসোলেশনে আছেন।

আজ রবিবার (১৯ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছে মাগুরা সিভিল সার্জন কার্যালয়।

সাকিবের পরিবার সূত্র জানায়, গত বৃহস্পতিবার থেকে মাশরুর রেজা মৃদু জ্বর ও গা ব্যথায় ভুগছিলেন। শুক্রবার তাঁর নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। আজ রাববার নমুনা পরীক্ষার ফল আসে। তাতে তিনি করোনা পজিটিভ। বর্তমানে তাঁর মৃদু জ্বর ও গা ব্যথা রয়েছে। এ ছাড়া করোনার অন্য কোনো উপসর্গ নেই। বাসায় তাঁর চিকিৎসা চলছে।