বড় ভাই করোনায় আক্রান্ত, কোয়ারেন্টিনে সৌরভ

প্রকাশ : ১৬ জুলাই ২০২০, ১৫:০০

সাহস ডেস্ক

এবার করোনাভাইরাস ঢুকে পড়ল ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলীর ঘরে। বাংলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব স্নেহাশীষ গাঙ্গুলীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। এরপর থেকেই কোয়ারেন্টিনে আছেন সৌরভ।

করোনা ধরা পড়ায় স্নেহাশীষকে কলকাতার বেলভিউ নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে সিএবিএর এক কর্মকর্তা জানিয়েছেন, 'গত কয়েকদিন ধরে জ্বর ছিল তার। আজ (গতকাল) পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তাকে বেলভিউ হাসপাতালে নেওয়া হয়েছে।'

সৌরভের কাছের এক সূত্র জানিয়েছে, 'আজ সন্ধ্যায় পরীক্ষার ফল এসেছে। স্বাস্থ্যবিধি অনুযায়ী, সৌররভকে নির্দিষ্ট একটা সময় কোয়ারেন্টিনে থাকতে হবে।'

গত ৮ জুলাই জন্মদিন ছিল সৌরভের। সেখানে পরিবারের সকল সদস্যই ছিলেন উপস্থিত। দেখা হচ্ছে, সম্প্রতি স্নেহাশিস কাদের সংস্পর্শে এসেছেন, সেটাও। এদিকে, শুক্রবার বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক রয়েছে। সেখানে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ সম্ভবত বাড়ি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেবেন।

এর আগে স্ত্রী ও শ্বশুর বাড়ির লোকজন করোনার আক্রান্ত হওয়ায় নিজ বাড়িতে ফিরেছিলেন স্নেহাশিস। সেসময় অবশ্য স্নেহাশিসেরও করোনা আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ে। তবে সেই খবরকে উড়িয়ে দিয়েছিলেন খোদ স্নেহাশিস।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত