মালোর্কাকে হারিয়ে সেভিয়ার দুর্দান্ত জয়

প্রকাশ : ১৪ জুলাই ২০২০, ০৩:১১

স্প্যানিশ লা লিগায় নিজেদের মাঠে মালোর্কাকে হারিয়ে দুর্দান্ত জয় তুলে নিয়েছে স্বাগতিক সেভিয়া।

সোমবার (১৩ জুলাই) রাতে র‌্যামোন সানচেজ পিজুয়ান স্টেডিয়ামে মালোর্কাকে ২-০ গোলে হারিয়েছে সেভিয়া।

এদিনে ঘরের মঠে আধিপত্য বিস্তার করে স্বাগতিকরা। গোলের সুযোগও পেয়েছিল কিন্তু কাজে লাগাতে পারেনি। তবে বিরতিতে যাওয়ার আগে পেনাল্টি গোলে এগিয়ে যায় সেভিয়া। ম্যাচের ৩৮তম মিনিটে ডি বক্সের ভিতরে মালোর্কার ডিফেন্ডারের হাতে বল লাগলে ভিআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ৪১তম মিনিটে লুকাস ওকাম্পোসের স্পট কিকে এগিয়ে যায় স্বাগতিকরা। পরে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সেভিয়া।

বিরতি থেকে ফিরে এসেও আক্রমাণের ধার বজায় রাখে সেভিয়া। ম্যাচের ৮৪তম মিনিটে ফের এগিয়ে যায় স্বাগতিকরা। সেভিয়ার গোলকির লং পাসে মালোর্কার ডি বক্সের বাইরে থেকে গোলকির মাথার উপর দিয়ে বল ভাসিয়ে দেন সেভিয়া ফরোয়ার্ড ইউসেফ এন-নেসিরি। এই ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সেভিয়া।

এই জয়ে ৩৬ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে সেভিয়া। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়তে আছে অ্যাথলেটিকো মাদ্রিদ। সমান ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়তে আছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৮০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। ৩৬ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের ১৯তম স্থানে আছে মালোর্কা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত