x

এইমাত্র

  •  গত ২৪ ঘন্টায় করোনায় নতুন সংক্রমিত ২৬৫৪ জন, মৃত ৩৩ জন
  •  মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃত্যু ৭ লাখ ১১ হাজার, আক্রান্ত ১ কোটি ৮৯ লাখেরও বেশি

ফ্রান্সে গোলাগুলিতে মারা গেলেন স্পার্স ফুটবলারের ভাই

প্রকাশ : ১৩ জুলাই ২০২০, ১৮:২৮

সাহস ডেস্ক

ফ্রান্সে ভোরের নৈশক্লাবের বাইরে টটেনহাম হটস্পারের রাইটব্যাক সার্জ অরিয়েরের ছোটভাই ক্রিস্টোফার অরিয়েকে গুলিকে করে হত্যা করেছে দুষ্কৃতকারীরা।

আজ সোমবার (১৩ জুলাই) ভোর পাঁচটায় তুলুজ শহরের নিকটস্থ নৈশক্লাবের বাইরে অরিয়েকে গুলি অবস্থায় পড়ে থাকতে দেখে লোকজন তাঁকে হাসপাতালে নিতে নিতেই মারা যান তিনি।

জানা গেল, এক নৈশক্লাবের বাইরে তাঁকে গুলি করে পালিয়ে গেছে কিছু দুষ্কৃতকারী। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ এখনো তাঁদের গ্রেপ্তার করতে পারেনি বলে জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম ইউরোপ ওয়ান ও লে পয়েন্ত। আরেক সংবাদমাধ্যম লা দেপেশে অবশ্য জানিয়েছে, গোলাগুলি হয়েছে নাইটক্লাবের মধ্যেই। আর তাতেই প্রাণ হারিয়েছেন ক্রিস্টোফার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত