‘পিতৃত্বকালীন অভিজ্ঞতা দ্রুতগতিতে দৌড়ানোর চেয়েও কঠিন’

প্রকাশ : ১১ জুলাই ২০২০, ১৫:৪৩

সাহস ডেস্ক

গত মে মাসে প্রথমবারের মতো বাবা হয়েছেন পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির মানব উসাইন বোল্ট। ফুটফুটে এক কন্যা সন্তানের বাবা হয়েছেন তিনি। নিজের সাফল্যভাস্বর ক্যারিয়ারটা মাথায় রেখে মেয়ের নাম রেখেছেন অল্পিম্পিয়া।

বোল্ট বলছেন, ট্র্যাকে ঝড় তোলার চেয়ে তাঁর কাছে কঠিন লাগছে পিতৃত্বকালীন অভিজ্ঞতা!

অলিম্পিকে ৮টি স্বর্ণজয়ী, ১০০ ও ২০০ মিটারে রেকর্ড গড়া বোল্ট প্রথমবারের মতো বাবা হন গত ১৭ মে। বাবা হওয়ার অভিজ্ঞতা নিয়ে জ্যামাইকান সাবেক এ স্প্রিন্টার বেশ মজা করে বলছেন, 'এটা বিশ্ব রেকর্ড ভাঙার চেয়েও কঠিন! প্রথম সপ্তাহে তো অসুস্থই হয়ে পড়েছিলাম। বাচ্চাকে দেখাশোনা করায় রাতে ঘুমাতে ভয় পেতাম। জেগে থাকতাম সারা রাত। আমি আবার ঘুমকাতুরে। কিন্তু এখন শিখেছি কীভাবে জেগে থাকতে হয়।'

ট্র্যাকে তাঁর ঝড় তোলার দিনগুলো এখন অতীত। ২০১৭ লন্ডন বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ দিয়ে বিদায় জানিয়েছেন স্প্রিন্টের রাজা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত