বিকেএসপি-কক্সবাজারে ডিপিএল দিয়ে তামিমদের ফেরাবে বিসিবির

প্রকাশ : ০৯ জুলাই ২০২০, ১৬:১৭

সাহস ডেস্ক

দীর্ঘদিন স্থগিত থাকার পর সাউদাম্পটনে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দিয়ে 'করোনাবিরতি' শেষ হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের। এবার তামিম-মুশফিকদের ফেরার অপেক্ষায়।

বুধবার (৮ জুলাই) ক্রিকেটারদের সংগঠন কোয়াব সভায় বসেছিল খেলোয়াড় ও বিসিবির দুজন শীর্ষ কর্তার সঙ্গে।

সভা শেষে কোয়াবের সঙ্গে সংবাদবিজ্ঞপ্তি দিয়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলসি (সিসিডিএম)। সেখানেই দেশের ক্রিকেট ফেরানোর কিছু উপায় বলেছে সিসিডিএম।

গত মার্চে শুরু হওয়া ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) করোনাভাইরাসের কারণে স্থগিত হয়। প্রথম রাউন্ডের পর আর কোনো ম্যাচ মাঠে গড়ায়নি। এবার পুনরায় ডিপিএলের বাকি ম্যাচ শেষ করার কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার জন্য মঙ্গলবার (৭ জুলাই) দেশের শীর্ষস্থানীয় ক্রিকেটারদের সঙ্গে এক অনলাইন মিটিং করে ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সিডব্লিউএবি)। 

বিসিবির পরিচালক ও সিসিডিএম প্রধান কাজী ইনাম আহমেদ বিবৃতিতে বলেছেন, ক্রিকেট ফেরাতে কক্সবাজার ও বিকেএসপির কথা ভাবছেন তাঁরা, 'কোয়াব, জাতীয় দল ও প্রথম শ্রেণির কয়েকজন ক্রিকেটারের কাল আমরা বসেছিলাম। আমরা ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে ফেরানো নিয়ে কথা বলেছি। এই মুহূর্তে শুরু করার কোনো তারিখ নিশ্চিত করতে পারছি না। কক্সবাজার অথবা বিকেএসপিকে বিকল্প ভেন্যু হিসেবে প্রস্তাব করেছি। সেখানে নিশ্চিদ্র সঙ্গনিরোধ (আইসোলেশন) ব্যবস্থার মধ্যে সব খেলোয়াড় ও ক্লাব কর্মকর্তাদের থাকার সুবিধা নিশ্চিত করা সম্ভব।

প্রিমিয়ার লিগে দলবদলের শর্ত অনুযায়ী চুক্তির সময় ক্রিকেটারদের পারিশ্রমিকের ৫০ ভাগ পরিশোধ করার কথা। আবাহনী, প্রাইম ব্যাংক, প্রাইম দোলেশ্বরের কয়েকজন ক্রিকেটার ছাড়া বেশির ভাগ ক্লাবের ক্রিকেটাররাই এই টাকাটা পাননি। সিসিডিএম ক্লাবগুলোকে টাকা পরিশোধের পরামর্শ দিয়েছে। সঙ্গে ক্রিকেটারদের ফিটনেস ঠিক রাখতে ক্লাবগুলোর প্রতি কাজী ইনামের আহবান, 'খেলোয়াড়দের ফিটনেস ঠিক রাখা নিশ্চিত করতে ক্লাবগুলো যেন তাদের সঙ্গে অনলাইনে যোগাযোগ রাখে, যেন ১৫ দিনের নোটিশে খেলা শুরু করা যায়। আশা করি প্রিমিয়ার লিগ দিয়ে দেশে ক্রিকেট ফিরবে।'

ভায় উপস্থিত সিডব্লিউএবি চেয়ারম্যান ও বিসিবি পরিচালকদের একজন কাজী ইনাম আহমেদ জানান, এখনও ডিপিএলের সময়সূচি নিশ্চিত হয়নি তবে ক্লাবগুলোকে জোর দিচ্ছেন খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ রাখার। যাতে তারা দুই সপ্তাহের নোটিশে ডিপিএল শুরু করতে পারে। 

তিনি বলেন, ‘গতকাল, সিডব্লিউএবি এবং জাতীয় দল ও প্রথম-শ্রেণির কয়েকজন ক্রিকেটারদের সঙ্গে মিটিংয়ে যোগ দিয়েছিলাম। আমরা ডিপিএলের মৌসুম শুরুর সম্ভাবনা নিয়ে কথা বলেছি। এই মুহূর্তে আমরা সময়সূচি নিশ্চিত করতে পারিনি। তবে চায়, ডিপিএলর ক্লাবগুলো ভার্চ্যুয়ালি নিয়মিত যোগাযোগ রাখুক খেলোয়াড়দের সঙ্গে। যাতে খেলোয়াড়রা ফিটনেস মেইনটেইন করে তা নিশ্চিত করুক।’  

সিডব্লিউএবি চেয়ারম্যান আরও বলেন, ‘পরিস্থিতি অনুকূলে এলে ১৫ দিনের এক সংক্ষিপ্ত নোটিশে যাতে লিগ শুরু করা যায় তার জন্য ক্লাবগুলোর প্রস্তুত থাকা উচিৎ। বিকল্প ভেন্যু হিসেবে আমি কক্সবাজার অথবা বিকেএসপি প্রস্তাব দিয়েছি।’ 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত