বড় জয় পেয়েও রিয়ালের পেছনে বার্সেলোনা

প্রকাশ : ০৬ জুলাই ২০২০, ০৫:৩৬

সাহস ডেস্ক

স্প্যানিশ লা লিগায় সুয়ারেজ-গ্রিজম্যানের গোলে স্বাগতিক ভিয়ারিয়ালকে গোল বন্যায় ভাসিয়ে বড় জয় তুলে নিয়েছে কাতালান ক্লাব বার্সেলোনা। এই ম্যাচ জিতেয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের থেকে ৪ পয়েন্ট পিছিয়ে আছে কাতালানরা।

রবিবার (৫ জুলাই) দিবাগত রাতে এল মাদ্রিগাল স্টেডিয়ামে ভিয়ারিয়ালকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে কিকে সেতিয়েনের শিষ্যরা।

এদিন স্বাগতিকদের মাঠে শুরু থেকেই দাপট দেখায় বার্সা। দাপট দেখিয়ে শুরুতেই আত্মঘাতি গোলে এগিয়ে যায় কাতালানরা। ম্যাচের তৃতীয় মিনিটে ভিয়ারিয়ালের ডি বক্সের ভিতরে গ্রিজম্যানের দিকে বল বাড়িয়ে দেন জোডি আলবা। সেই বল ঠেকাতে গিয়ে নিজেদের জালে আত্মঘাতি গোল করেন ভিয়ারিয়ালের ডিফেন্ডার পাউ টোরেস। এতে ১-০ গোলে এগিয়ে যায় বার্সা।

তবে এই ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি মেসি-সুয়ারেজরা। ম্যাচের ১৪তম মিনিটে ভিয়ারিয়ালের মিডফিল্ডার কাজোরলা বার্সার জালে সট নেন। সেই সট ফিরিয়ে দেন বার্সা গোলরক্ষক টেরস্টেগান। সেই বল গিয়ে পরে ডি বক্সের মধ্যেই জেরার্ড মোরেনোর পায়ে। সেখান থেকে সরাসরি বার্সার জালে পাঠান মোরেনো। এতে ১-১ সমতায় ফেরে ভিয়ারিয়াল।

এরপর আবারো এগিয়ে যেতে বেশি সময় নেয়নি বার্সেলোনা। ম্যাচের ২০তম মিনিটে দলের বড় তারকা লিও মেসির পাসে গোল করে দলকে এগিয়ে দেন উরুগুইয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। এতে ২-১ গোলে এগিয়ে যায় বার্সা।

পরে বিরতিতে যাওয়ার আগে আরেকবার এগিয়ে যায় কাতালানরা। ম্যাচের ৪৫তম মিনিটে মেসির ব্যাকপাসে স্বাগতিকদের জালে আলতো করে বল ভাসিয়ে দেন গ্রিজম্যান। এতে ৩-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সেলোনা।

বিরতি থেকে ফিরে এসেও দারুন খেলতে থাকে বার্সা বাহিনী। ম্যাচের ৬৮তম মিনিটে রবের্তোর পাসে গোল করেন মেসি। তবে ভিআরের সাহায্যে গোলটি বাতিল করেন রেফারি। কারণ অফসাইডে ছিলেন ভিদাল।

এরপর ম্যাচের শেষ সময়ে আবারও এগিয়ে যায় বার্সা। ম্যাচের ৮৭তম মিনিটে মেসির লং পাস থেকে বল পেয়ে দারুন ভাবে ভিয়ারিয়ালের জালে শেষ প্রেকটি ঠোকেন গ্রিজম্যানের পরিবর্তে বদলি নামা আনসু ফাতি। চলতি মৌসুমে এ নিয়ে ৭ ম্যাচে ৫ গোল করলেন ফাতি। অবশেষে ৪-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে কিকে সেতিয়েনের শিষ্যরা।

এদিন ম্যান অফ দা ম্যাচ হয়েছেন ভিয়ারিয়ালের গোলরক্ষক সার্জিও অ্যাসেনজো। মেসি-সুয়ারেজদের বেশ কয়েকটি নিশ্চিত গোল ঠেকিয়ে দেন অ্যাসেনজো।

এই জয়ে ৩৪ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়তে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে বার্সার থেকে ৪ পয়েন্ট এগিয়ে থেকে টেবিলের শীর্ষে আছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়তে আছে অ্যাথলেটিকো মাদ্রিদ। সমান ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ম স্থানে আছে ভিয়ারিয়াল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত