রামোসের একমাত্র গোলে শিরোপার কাছে রিয়াল

প্রকাশ : ০৬ জুলাই ২০২০, ০৩:২৪

সাহস ডেস্ক

স্প্যানিশ লা লিগায় সার্জিও রামোসের একমাত্র পেনাল্টি গোলে স্বাগতিক অ্যাথলেটিকো বিলবাওকে হারিয়ে শিরোপা দৌড়ে আরো এগিয়ে গেল স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ।

রবিবার (৫ জুলাই) সান মামেস স্টেডিয়ামে বিলবাওকে ১-০ গোলে হারিয়ে শীর্ষস্থানটা আরো মজবুত করল জিনেদিন জিদানের শিষ্যরা।

এদিন প্রথমার্ধ অনেক চেষ্টা করেও গোলের দেখা পায়নি রিয়াল। তবে দ্বিতীয়ার্ধে বিলবাও ফুটবলার দানিয়েল গার্সিয়া কারিয়ো নিজেদের বক্সে মার্সেলোকে ফাউল করলে ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। হলুদ কার্ড দেখেন গার্সিয়া। আর সেখান থেকে ম্যাচের ৭৩তম মিনিটে গোল আদায় করে নেন রিয়াল অধিনায়ক সার্জিও রামোস।

এনিয়ে জাতীয় দল স্পেন ও রিয়ালের হয়ে টানা ২২টি পেনাল্টি থেকে গোল করলেন রামোস। আর করোনার কারণে বন্ধ থাকার পর লিগ শুরু হলে ৭ ম্যাচে ৫ গোল করেন তিনি। এছাড়া লা লিগায় ১৯৯৩–৯৪ মৌসুমের পর প্রথম সেন্টারব্যাক হিসেবে ন্যূনতম ১০ গোলের দেখা পেলেন রামোস। এর আগে তা করেছিলেন রিয়ালেরই সাবেক অধিনায়ক ফার্নান্দো হিয়েরো।

এই জয়ে ৩৪ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে আছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে টেবিলের ৮ম স্থানে আছে অ্যাথলেটিকো বিলবাও। এক ম্যাচ কম খেলে ৭০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে বার্সেলোনা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত