x

এইমাত্র

  •  গত ২৪ ঘন্টায় করোনায় নতুন সংক্রমিত ২৪৮৭ জন, মৃত ৩৪ জন

জেমি ভার্দির জোড়া গোলে লেস্টার সিটির জয়

প্রকাশ : ০৫ জুলাই ২০২০, ০৫:৩৫

সাহস ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের মাঠে জেমি ভার্দির জোড়া গোলে ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে দুর্দান্ত জয় তুলে নিয়েছে লেস্টার সিটি।

শনিবার (৪ জুলাই) কিং পাওয়ার স্টেডিয়ামে ক্রিস্টাল প্যালেসকে ৩-০ গোলে হারিয়েছে লেস্টার সিটি।

এদিন শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকে দু’দল। তবে প্রথমার্ধে কোনো গোলের দেখা না হলে গোলশূন্যতে বিরতিতে যায় দু’দল।

বিরতি থেকে ফিরে এসে চড়াও হয়ে পড়ে স্বাগতিকরা। লিড পেতেও বেশি সময় নয়েনি তারা। ম্যাচের ৪৯তম মিনিটে কেলেচি ইচিনাচোর গোলে এগিয়ে যায় লেস্টার সিটি। এরপর ম্যাচের ৭৭ ও ৯০+৪ মিনিটে জোড়া গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন লেস্টারের ফরোয়ার্ড জেমি ভার্দি। ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লেস্টার সিটি।

এই জয়ে ৩৩ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়তে আছে লেস্টার সিটি। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে টেবিলের ১৩তম স্থানে আছে ক্রিস্টাল প্যালেস। সমান মাচে ৫৫ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ম স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে টেবিলের ৪র্থ স্থানে আছে চেলসি। এক ম্যাচ কম খেলে ৬৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়তে আছে ম্যানচেস্টার সিটি। ম্যানসিটির সমান ম্যাচ খেলে ৮৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আগেই শিরোপা নিশ্চিত করা লিভারপুল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত