তুরিনোর বিপক্ষে রোনালদো-দিবালাদের গোল উৎসব

প্রকাশ : ০৫ জুলাই ২০২০, ০৪:২৬

সাহস ডেস্ক

ইতালিয়ান সিরি আ’ লিগে নিজেদের মাঠে দিবালা-রোনালদোর গোলে তুরিনোকে বিদ্ধস্ত করে শীর্ষস্থান আরো মজবুত করল জুভেন্টাস।

শনিবার (৪ জুলাই) রাতে অ্যালিয়েঞ্জ স্টেডিয়ামে তুরিনোকে ৪-১ গোলে হারিয়েছে মাওরিজিও সারির শিষ্যরা।

এদিন শুরুতেই এগিয়ে যায় জুভেন্টাস। ম্যাচের মাত্র ৩ মিনিটে জুয়ান কুদরাদোর পাসে গোল করে দলকে এগিয়ে দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালা। এরপর ম্যাচের ২৯তম মিনিটে জুয়ান কুদরাদোর গোলে ২-০তে এগিয়ে যায় তুরিনের বুড়িরা।

তবে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে পড়ে তুরিনোর দল। ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ডি বক্সের ভিতরে ফাউল করলে পেনাল্টি পায় তুরিনো। ম্যাচের ৪৫+৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে কিছুটা সমতায় ফেরায় আন্দ্রি বেলোতি। পরে ২-১ গোলে এগিয়ে তেকে বিরতিতে যায় জুভিরা।

বিরতি থেকে ফিরে এসে আরো মরিয়া হয়ে পড়ে দিবালা-রোনালদোরা। গোল শোধ করতেও উঠে পড়ে লাগে সফরকারীরা। তবে ম্যাচের ৬১তম মিনিটে ডি বক্সের বাইরে তুরিনোর খেলোয়াড়ের হাতে বল লাগলে ফাউলের বাঁশি বাজান রেফারি। ফ্রি কিক পায় জুভিরা। এই ফ্রি কিকে দারুন গোল করে দলকে আরো এগিয়ে দেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

এরপর ম্যাচের শেষের দিকে অর্থাৎ ৮৭তম মিনিটে ডি কস্তার শট ঠেকাতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়ে দেন তুরিনোর ডিফেন্ডার কফি জিডজি। এতে আত্মঘাতি গোল যায় জুভিরা। পরে ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মাওরিজিও সারির শিষ্যরা।

এই জয়ে ৩০ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে জুভেন্টাস। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের ১৩তম স্থানে আছে তুরিনো। সমান ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়তে আছে লেজিও। এক ম্যাচ কম খেলে ৬৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়তে আছে ইন্টার মিলান। মিলানের সমান ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে টেবিলের ৪র্থ স্থানে আছে আটালান্টা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত