২০১১ বিশ্বকাপের ফাইনালে ফিক্সিংয়ের অভিযোগে সাঙ্গাকারাকে তলব

প্রকাশ : ০১ জুলাই ২০২০, ২০:২০

সাহস ডেস্ক

২০১১ বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি ফিক্সিংয়ের অভিযোগে শ্রীলংকা ক্রিকেট বোর্ডে চলছে তোলপার। সেই ফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে আজ সকালে সাবেক লঙ্কান ক্রিকেটার অরবিন্দ ডি সিলভার বিবৃতি রেকর্ড করেছে স্পেশাল ইউনিট। এবার সেই ফাইনাল ম্যাচের লঙ্কান অধিনায়ক কুমার সাঙ্গাকারাকে তলব করেছে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়ের বিশেষ তদন্ত বিভাগ।

আজ বুধবার (১ জুলাই) দেশটির ক্রীড়া সংক্রান্ত দুর্নীতি দমন ইউনিটের সুপারিন্টেন্ড জগত ফোনসেকার বরাতে খবরটি নিশ্চিত করেছে লঙ্কান ভিত্তিক ইংরেজি গণমাধ্যম ডেইলি মিরর। 

এসএসপি ফোনসেকা জানিয়েছেন, আগামীকাল সকাল ৯টায় ইউনিটে আসতে বলা হয়েছে সাঙ্গাকারাকে। 

এর আগে আজ বুধবার সকালে অরবিন্দ ডি সিলভার বিবৃতি রেকর্ড করেছে স্পেশাল ইউনিট। কলম্বোতে ৬ ঘণ্টা ধরে জিজ্ঞেসাবাদ করা হয় শ্রীলঙ্কাকে ১৯৯৬ সালে বিশ্বকাপ জেতানো তারকাকে। ২০১১ বিশ্বকাপে লঙ্কান দলের নির্বাচক কমিটির চেয়ারম্যান ছিলেন তিনি। 

কেবল ডি সিলভা-সাঙ্গাকারা নন, একই অভিযোগের আঙুল উঠেছে ওপেনিং ব্যাটসম্যান উপুল থারাঙ্গার বিরুদ্ধেও। তাকেও বুধবারে জিজ্ঞেসাবাদ করা হবে বলে জানানো হয়েছে।

২০১১ বিশ্বকাপ ক্রিকেট ফাইনালে ভারতের কাছে হেরে বিশ্ব জয়ের স্বপ্ন ভেঙে গিয়েছিল শ্রীলঙ্কার। তবে এই ফাইনাল নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তখনকার লঙ্কান ক্রীড়ামন্ত্রী মহিন্দানন্দ আলুথগামাগে। এরই ভিত্তিতে এবার তদন্ত শুরু করে দিয়েছে লঙ্কান পুলিশের ইন্ডিপেনডেন্ট স্পেশাল ইনভেস্টিগেশন ইউনিট।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত