ঘরে বসে ফিট ধরে রাখা দিন দিন কঠিন হচ্ছে: নাঈম

প্রকাশ : ৩০ জুন ২০২০, ০৪:৪৫

সাহস ডেস্ক

গত মার্চ থেকে করোরাভাইরাসের কারণে ক্রিকেট বন্ধ থাকায় ঘরে বসেই ফিট ধরে রাখার কাজ চালিয়ে যেতে হচ্ছে ক্রিকেটারদের। কিন্তু ঘরে বসে ফিট ধরে রাখা দিন দিন কঠিন হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন টাইগার স্পিনার নাঈম হাসান।

সোমবার (২৯ জুন) সংবাদমাধ্যমে একথা জানান নাঈম।

নাঈম বলেন, ‘একটু কষ্ট হচ্ছে এই অর্থে যে ফিটনেস ধরে রাখা কঠিন হয়ে যাচ্ছে। কারণ আমরা খেলা, রানিং ও জিমের মাধ্যমে অনেক ক্যালরি বার্ন করি। এখন শুধু জিম ও বাসার ভেতরে রানিং করা হচ্ছে। এবছর করোনার কারণে কোনো পরিকল্পনাই বাস্তবায়িত হল না।’

তিনি আরও বলেন, ‘ভেবেছিলাম প্রিমিয়ার লিগ খেলে যে টাকা পাব সেটা দিয়ে অনেক কিছু করব। যদিও আমি বিসিবি থেকে মাসে বেতন পাই। সেটা পাচ্ছি বলেই ঠিক আছি। আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আমরা তাও মাসে মাসে বেতন পাচ্ছি। কিন্তু যারা শুধুই প্রিমিয়ার লিগ খেলে অর্থ উপার্জন করে তাদের কথা একবার ভাবুন। তারা অনেক কষ্ট করছে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত