কাসেমিরোর গোলে শীর্ষে রিয়াল মাদ্রিদ

প্রকাশ : ২৯ জুন ২০২০, ০৪:৫০

সাহস ডেস্ক

স্প্যানিশ লা লিগায় কাসেমিরোর একমাত্র গোলে স্বাগতিক এস্পানিওলকে হারিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে হটিয়ে টেবিলের শীর্ষে উঠল স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ।

২৮ জুন (রবিবার) দিবাগত রাতে করনেলা-এল পার্ট স্টেডিয়ামে এস্পানিওলকে ১-০ গোলে হারিয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা।

এদিন স্বাগতিকদের মাঠে আধিপত্য দেখায় স্প্যানিশরা। কয়েকবার গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি রামোস-বেনজেমারা। তবে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দলকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো। ম্যাচের ৪৫+১ মিনিটে ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমার পাসে প্রতিপক্ষের জালে বল জড়ান ব্রাজিলিয়ান তারকা। এই এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় জিদানের শিষ্যরা।

বিরতি থেকে ফিরে এসে গোল পরিশোধ করতে মরিয়া হয়ে ওঠে স্বাগতিকরা। কয়েকবার সুযোগ পেলেও হাত ছাড়া করে এস্পানিওল। গোলের সুযোগ পেয়েছিল বেনজেমারাও। তাবে তারাও কাজে লাগাতে পারেনি। অবশেষে এই এক গোলের জয় নিয়ে কাতালান ক্লাব বার্সেলোনাকে হটিয়ে শীর্ষে উঠে গেল রিয়াল মাদ্রিদ।

এই জয়ে ৩২ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে নেমেছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আছে এস্পানিওল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত