বিশ্বকাপ জেতানো আর্জেন্টাইন কোচ করোনায় আক্রান্ত

প্রকাশ | ২৭ জুন ২০২০, ১৮:৪১

অনলাইন ডেস্ক

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো বিশ্বনন্দিত কোচ কার্লোস বিলার্দো। তার অধীনেই ১৯৮৬ সালে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, কার্লোস বিলার্দোর করোনায় আক্রান্তের খবরটি তার পরিবারের ঘনিষ্ঠ এক সূত্র নিশ্চিত করেছে। সম্প্রতি বিলার্দোর নমুনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট এসেছে। তবে তার শরীরে এখনও কোনো উপসর্গ প্রকাশ পায়নি।

আর্জেন্টিনার সাবেক এই কোচের বর্তমান বয়স ৮২ বছর। সর্বশেষ ২০০৪ সালে এস্তুদিয়ান্তেসের দায়িত্বে ছিলেন তিনি। ক্লাবটির হয়ে কোপা লিবার্তোদোরেস জিতেছেন তিনি।

২০১৮ সাল থেকে বুয়েন্স আয়ার্সের এক নার্সিং হোমে বসবাস করছেন তিনি। আর্জেন্টিনার জীবন্ত কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার পরই বিলার্দোকে সবচেয়ে বেশি স্মরণ করা হয়।