দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের ৭ জন করোনায় আক্রান্ত

প্রকাশ : ২৩ জুন ২০২০, ১৮:০৮

সাহস ডেস্ক

মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন স্থগিত থাকার পর ফের ক্রীড়াঙ্গণে ফিরছে সবাই। ক্রিকেটে দক্ষিণ আফ্রিকাও চেয়েছিল দ্রুত ফিরতে। কিন্তু করোনা মহামারির কবলে পড়েছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট। তাদের ক্রিকেট সংশ্লিষ্ট ৭ জন করোনা পজিটিভ।

২২ জুন (সোমবার) এতথ্য জানিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।

সিএসএ ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী জ্যাক ফল জানান, ‘কমপক্ষে ১০০ জনকে করোনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরাও আছেন।’

তবে এই ১০০ জনের মধ্যে আক্রান্তসংখ্যা ৭ জন আসলে অনেক কম। সিএসএ চিকিৎসা ও নৈতিকতা নীতি মেনে আক্রান্তদের নাম ঠিকানা তিনি প্রকাশ করেননি।

গত মার্চে লকডাউনে চলে যায় প্রোটিয়া ক্রিকেট। এরপর খেলা ফেরাতে তোড়জোর শুরু হলেও এ ঘটনা নিশ্চিতভাবেই পিছিয়ে দিল প্রোটিয়া ক্রিকেটকে। যদিও তিন দলের একটি ম্যাচ খেলাতে চেয়েছিল সিএসএ। কিন্তু সরকারের সায় না থাকায় তা হচ্ছে না।

এর আগে পাকিস্তান জাতীয় দলের তিন ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছেন। বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও নাজমুল হোসেন অপু করোনায় আক্রান্ত।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত