ত্রাণ দেওয়া নিয়ে ক্রিকেটারদে নির্দেশনা দেওয়া দরকার: বিসিবি চিকিৎসক

প্রকাশ | ২১ জুন ২০২০, ১৮:৫৬

অনলাইন ডেস্ক

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে অসহায় মানুষদের পাশে থাকছেন জাতীয় দলের ক্রিকেটাররা। তবে সশরীরে গিয়ে অসহায়দের ত্রাণ না দেওয়া একটি নির্দেশনা দেওয়া প্রয়োজন বলে মনে করেন বিসিবি’র প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

আজ রবিবার (২১ জুন) সংবাদমাধ্যমে এ কথা জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক।

দেবাশীষ চৌধুরী বলেন, ‘ক্রিকেটাররা এখন বেশি সতর্ক। মাশরাফিই সশরীরে ত্রাণ বিতরণ করেছেন, কারণ ক্রিকেট ব্যক্তিত্বের পাশাপাশি তিনি কিন্তু একজন জনপ্রতিনিধিও। সেজন্য নিজ এলাকায় সাধারণ মানুষদের সশরীরে গিয়ে সাহায্য করেছেন। কিন্তু বর্তমান জাতীয় দলের আর কোনো ক্রিকেটারই সশরীরে ত্রাণ বিতরণ করেননি। তারা কারও না কারও মাধ্যমে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী এবং অর্থ সাহায্য করে যাচ্ছেন। তবে আমরা এখন পর্যন্ত কোনো নির্দেশিকা দেইনি। হয়তো এখন সময় এসেছে বোর্ড থেকে একটা নির্দেশিকা দেওয়ার। যেখানে বলা থাকবে, মানবিক কারণে অতি অবশ্যই করোনাকালীন সময়ে সাহায্য সহযোগিতা করা যাবে। তবে সেটা সশরীরে গিয়ে নয়।’

সম্প্রতি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও স্পিনার নাজমুল ইসলাম অপু করোনায় আক্রান্ত হয়েছেন।