রেফারিদের কোনো সাহায্য পায় না রিয়াল: জিদান

প্রকাশ : ২১ জুন ২০২০, ১৩:২৭

সাহস ডেস্ক

আর্তুরো ভিদাল পরশু ইঙ্গিতে বলেছেন। কাল রাতে সেভিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করার পর জেরার্ড পিকেও তা-ই করেছেন। দুজনের কথার সুরই এক- লা লিগায় রেফারিরা সাহায্য করছে রিয়াল মাদ্রিদকে। এমন ইঙ্গিতের জবাব দিতেই হতো জিনেদিন জিদানকে। সরাসরি বিতর্কে অংশ নিতে রাজি হননি রিয়াল কোচ। শুধু বলেছেন, রেফারিদের কোনো সাহায্য পান, এটা বিশ্বাস করেন না তিনি।

ভ্যালেন্সিয়ার বিপক্ষে গত ম্যাচে প্রথমার্ধে ভাগ্যগুনে বেঁচে যায় রিয়াল। ভ্যালেন্সিয়ার রদ্রিগো মরেনো গোল দিয়েছিলেন। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি জানায়, কার্লোস সোলেরের পাস মোরেনোর কাছে যাওয়ার আগে বল অফসাইডে থাকা ম্যাক্সি গোমেজের পা ছুঁয়ে গেছে।

এ নিয়ে শ্লেষাত্মক টুইট করেছিলেন বার্সেলোনার মিডফিল্ডার ভিদাল। আর কাল সেভিয়ার সঙ্গে পয়েন্ট খোয়ানোর পর দলটির ডিফেন্ডার পিকে বলেছেন, 'এখন লিগ জেতা খুব কঠিন হয়ে যাবে। আমরা সম্ভাব্য সবকিছু করব। কিন্তু আমার মনে হয় না রিয়াল খুব বেশি পয়েন্ট খোয়াবে। এটা এখন আর আমাদের হাতে নেই। আর রিয়ালের জন্য পয়েন্ট হারানো কঠিন। গত দুই ম্যাচে যা দেখলাম, খুব কঠিন।'

পিকেকে অনুসরণ করে থাকলে এমন মন্তব্যের পেছনের খোঁচা বুঝতে কারও কষ্ট হয় না। অনেকেরই ধারণা, 'রিয়ালের জন্য পয়েন্ট হারানো কঠিন' বলতে বার্সা ডিফেন্ডার আসলে রিয়ালের প্রতি রেফারিরা পক্ষপাতী, সেটাই বুঝাতে চেয়েছেন। তাই রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে আজ জিদানকে জিজ্ঞেস করা হয়েছিল এ প্রসঙ্গে। তাতে রিয়াল কোচের জবাব, 'আমার আগ্রহ আগামীকালের ম্যাচ নিয়ে। আমার এ ব্যাপারে নিজস্ব মত আছে, কিন্তু সেটা জানাব না। সবাই যা ইচ্ছা তা ভাবতে পারে। আমি শুধু আগামী ম্যাচ নিয়ে চিন্তা করছি। কারণ, এখন এটাই আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ।'

এখন লিগে যে অবস্থা, দুই দল যদি নিজেদের বাকি সব ম্যাচ জেতে, তাহলে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় লিগ শিরোপা রিয়ালের কাছেই যাবে। এমন অবস্থায় রেফারির সাহায্যের ইঙ্গিত ভালো লাগেনি জিদানের। তাই এ ব্যাপারে মন্তব্য করবেন না বললেও ঠিকই পরিষ্কার জানিয়ে দিয়েছেন নিজের মনোভাব।

জিদান বলেন, 'আমরা মাঠে খেলতে চাই। আমি এমন, এভাবেই চলি। জীবনে আমার ওপর প্রভাব ফেলতে পারে, এমন সবকিছুর সুবিধা নিতে চাই। আমি ভাগ্যবান যা পছন্দ করি তাই করতে পারি। সবাই এতটা ভাগ্যবান না। আমিও অন্যদের মতো অনেক কিছু নিয়ে অভিযোগ করতে পারি। কিন্তু কোচ হিসেবে একটি খারাপ বিষয় নিয়ে কথা বলে কোনো কিছু বদলাতে পারব না। আমি জীবন নিয়ে ইতিবাচক। আপনি সর্বোচ্চটা দেওয়ার পর যা-ই হোক না কেন, সেটা গুরুত্বপূর্ণ নয়। রেফারিরা আমাদের কোনো সাহায্য করে না। এবং এ নিয়ে এটাই আমার শেষ কথা।'

সূত্র: প্রথম আলো

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত