তামিমের মা’সহ পরিবারের চার সদস্য করোনায় আক্রান্ত

প্রকাশ | ২১ জুন ২০২০, ০১:৪৩ | আপডেট: ২১ জুন ২০২০, ১৬:১৬

অনলাইন ডেস্ক

তামিম ইকবালের মা’সহ তার পরিবারের চার সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন নিশ্চিত করেছেন তামিম ইকবাল নিজে।

শনিবার (২০ জুন) রাতেই সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়ে, তামিম নিজে করোনা আক্রান্ত হয়েছেন। খবরের সত্যতা খুঁজতে গিয়ে জানা গেলো, তামিম নন। তার পরিবারের অন্য সদস্যরা আক্রান্ত হয়েছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, নাফিস ইকবাল করোনায় আক্রান্ত হয়েছেন প্রথমে। পরে তার মা নুসরাত ইকবাল,  স্ত্রী ও সন্তানেরও করোনা পজিটিভ এসেছে। এছাড়া তাদের বাসার কাজের মেয়েও করোনা আক্রান্ত বলে খবর পাওয়া যায়।  তবে তাদের কারোই জ্বর ছাড়া অন্য কোন উপসর্গ ছিলো না। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বাসায় বসেই চিকিৎসা নিচ্ছেন তারা।

প্রসঙ্গত, শনিবার (২০ জুন) করোনা পজিটিভ রিপোর্ট আসে নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। শনিবার বিকেল পৌনে ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেন এমপি মাশরাফির ব্যক্তিগত সহকারী জামিল আহমেদ সানি।

গত বৃহস্পতিবার (১৮ জুন) করোনা পরীক্ষার জন্য নমুনা দেন মাশরাফি। ঢাকায় তার নমুনা পরীক্ষা হয়। রিপোর্টে করোনা পজিটিভ আছে এমপি মাশরাফির।