বুন্দেসলিগায় ১৫ বছরের রেকর্ড ভাঙলেন ১৭ বছর বয়সী উইর্টজ

প্রকাশ : ০৭ জুন ২০২০, ১৮:০৩

সাহস ডেস্ক

জার্মান বুন্দেসলিগায় ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বেয়ার লেভারকুসেন। তবে হারলেও ম্যাচের একদম শেষ মুহুর্তে ব্যবধান কমানো গোল করে ১৫ বছরের এক রেকর্ড ভেঙে দিয়েছেন ১৭ বছর বয়সী ফ্লোরিয়ান উইর্টজ।

৬ জুন (শনিবার) দর্শকশূন্য বে অ্যারেনা মাঠে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৪-২ গোলে হেরেছে স্বাগতিক বায়ার লেভারকুসেন। যদিও এই জয়ে শিরোপার একদম কাছে চলে গেছে বায়ার্ন।

এদিন ৪-১ গোলে যখন জিততেছিল বায়ার্ন ঠিক তখন ম্যাচের ৮৯তম মিনিটে লেভারকুসেনের হয়ে ব্যবধান কমানো গোল করেন ফ্লোরিয়ান উইর্টজ।

অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারকে পরাস্ত করা সেই গোলে জার্মান বুন্দেসলিগার ১৫ বছরের এক রেকর্ড ভেঙে দিয়েছেন ১৭ বছর বয়সী জার্মানির এই তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার। দেশটির শীর্ষ ফুটবল লিগে সর্বকনিষ্ট গোল স্কোরার এখন তিনি। 

এই রেকর্ড গড়ার দিনে উইর্টজের বয়স ছিল ১৭ বছর ৩৪ দিন। ২০০৫ সালে তুরস্কের সাবেক মিডফিল্ডার নুরি শাহিন ১৭ বছর ২ মাস বয়সে এই রেকর্ড গড়েছিলেন। বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে এই রেকর্ড গড়েছিলেন তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত