ইংলিশ প্রিমিয়ার লিগে এলো নতুন নিয়ম

প্রকাশ : ০৫ জুন ২০২০, ১৩:৩৬

সাহস ডেস্ক

মহামারি করোনাভাইরাসের কারণে তিনমাস স্থগিত থাকার পর আগামী ১৭ জুন থেকে নতুন নিয়মে পুনরায় শুরু হচ্ছে ২০১৯/২০ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগ। এখন থেকে তিনজন নয়, প্রতিটি ম্যাচে পাঁচজন বদলি খেলোয়াড় নামাতে পারবে দলগুলো। এই নতুন নিয়ম চালু হবে চলতি মৌসুমের বাকি ম্যাচগুলো থেকে। তবে বাকি ম্যাচগুলো হবে ‘ক্লোজড ডোর’ বা দর্শকশূন্য স্টেডিয়ামে।

এছাড়া আগে প্রতিটি ম্যাচে ক্লাবগুলোর সাতজন বদলি খেলোয়াড় রাখার নিয়ম ছিল। তবে এখন থেকে নয়জন বদলি খেলোয়াড় রাখা যাবে।

মূলত ব্যস্ত সময়সূচিতে খেলোয়াড়দের রক্ষা করতে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষকে এই নতুন নিয়ম চালুর অনুমোদন দিয়েছে ফুটবলের আন্তর্জাতিক আইন প্রণেতারা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত