x

এইমাত্র

  •  ১৭-২৩ মে ‘লকডাউন’, প্রজ্ঞাপন জারি

ইনজুরিতে মেসি, ফিরতে পারবে কি?

প্রকাশ : ০৪ জুন ২০২০, ১৪:৩০

সাহস ডেস্ক

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে স্থগিত থাকা স্প্যানিশ লা লিগা আগামী ১১ জুন থেকে পুনরায় শুরু হতে যাচ্ছে। ইতোমধ্যে পুরোদমে অনুশীলন শুরু করেছে ক্লাবগুলো। তবে গতকাল বুধবার (৩ জুন) বার্সেলোনার অনুশীলনে দেখা যায়নি দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসিকে।

অ্যাবডাক্টর মাসলে চোট পেয়েছেন কাতালান অধিনায়ক। চোটের কারণে দলীয় অনুশীলন করেননি মেসি। জিমেই কাজ করেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

এদিকে বার্সা ফেরার প্রথম ম্যাচে মাঠে নামবে ১৩ জুন, রিয়াল মার্য়োকার বিপক্ষে। সেই ম্যাচে মেসিকে পাওয়া নিয়ে শঙ্কা রয়ে গেছে। এমনটাই জানানো হয়েছে বার্সেলোনার অফিসিয়াল ওয়েবসাইটে।

৪ জুন (বৃহস্পতিবার) একদিনের জন্য অনুশীলনে বিশ্রাম দিয়েছে বার্সা। তবে আগামীকাল শুক্রবার (৫ জুন) থেকে পুনরায় অনুশীলন শুরু করবে লা লিগা চ্যাম্পিয়নরা। আর দ্রুতই মেসির ফিটনেস বিষয়ে আপডেট দেওয়া হবে বলে জানিয়েছে ক্লাবটির ওয়েবসাইট।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
আপনি কী মনে করেন করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের পদক্ষেপ সন্তোষজনক?