কৃষ্ণাঙ্গ জীবনেরও মূল্য আছে: ড্যারেন স্যামি

প্রকাশ : ০৩ জুন ২০২০, ১২:৫৬

সাহস ডেস্ক

যুক্তরাষ্ট্রে শেতাঙ্গ পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ এক ব্যাক্তির মৃত্যুতে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। এই বিক্ষোভের কারণে বড় বড় সব শহরেই কারফিউ জারি করা হয়। তবে এই বিক্ষোভ এখন শুধু যুক্তরাষ্ট্রেই নয়, ছড়িয়ে পড়ছে পুরো বিশ্বে। এতে শামিল হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ড্যারেন স্যামি।

এক টুইটে স্যামি লিখেছেন, ‘হাঁটু দিয়ে চেপে ধরে থাকার ওই ভিডিও দেখার পরেও যদি বর্ণবিদ্বেষের বিরুদ্ধে ক্রিকেটবিশ্ব সরব না হয়, তা হলে বলতে হবে তোমরাও এই সমস্যার একটা অংশ। বিশ্বজুড়ে প্রতিদিনই এই ভয়ঙ্কর সামাজিক সমস্যার মুখে পড়তে হচ্ছে কৃষ্ণাঙ্গদের।’

তিনি আরও লিখেন, ‘আইসিসি এবং বাকি ক্রিকেট বোর্ডদের বলছি, তোমরা কি দেখছ না আমাদের মতো মানুষকে কী রকম পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে? আমাদের বিরুদ্ধে যে অনৈতিক কাজগুলো সমাজে ঘটে চলেছে, তার বিরুদ্ধে তোমরা মুখ খুলবে না? এটা শুধু আমেরিকা বলে নয়। এটা প্রত্যেক দিনই ঘটে চলেছে। এখন চুপ করে থাকার সময় নয়। আমি তোমাদের বক্তব্য শুনতে চাই। দীর্ঘদিন ধরে কৃষ্ণাঙ্গরা অত্যাচারিত হয়ে আসছে।’

শেষে তিনি হ্যাশট্যাগ দিয়েছেন, ‘কৃষ্ণাঙ্গ জীবনেরও মূল্য আছে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত