৪৬ বছরে এমন ঘটনা আগে কখনো দেখিনি: গাঙ্গুলী

প্রকাশ : ১২ এপ্রিল ২০২০, ১৩:৩৬

সাহস ডেস্ক

মহামারি করোনাভাইরাস স্থবির করে দিয়েছে পুরো বিশ্বকে। এই কোভিড-১৯-এ এখন পর্যন্ত ১৮ লাখের মতো মানুষ আক্রান্ত হয়েছে। মারা গেছে এক লাখেরও বেশি মানুষ। পৃথিবীর এমন বিরল অবস্থা যা নিজের ৪৬ বছরে এমন ঘটনা আগে কখনো দেখেননি ভারতী ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতার কথা বলে বিসিসিআই সভাপতি জানান, ‘এটা ভয়ংকর। ৪৬ বছরের জীবনে কখনো এমন কিছুর ভেতর দিয়ে যাইনি। গোটা বিশ্বই এমন কিছু এর আগে দেখেনি। আশা করি আবারও যেন এই পরিস্থিতির মধ্য দিয়ে কাউকে যেতে না হয়। আগামী দুই সপ্তাহে আরও কত লোক মারা যাবে, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে গোটা পৃথিবী। এটা অবিশ্বাস্য!’

সংকটময় এ মুহূর্তে সবাইকে পরামর্শও দিয়ে ভারতের সাবেক এ অধিনায়ক বলেন, ‘নিজেকে এবং আশপাশের মানুষকে দেখে রাখুন। মূলত ধৈর্য ধরতে হবে। এটা কঠিন কারণ সব সময় ঘরে থাকতে হচ্ছে। বাইরে বের হলে আটকে দিচ্ছে কর্তৃপক্ষ। বিষয়টি হজম করে যান, সময়টা চলে যেতে দিন।’

আইপিএলের ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন সৌরভ। করোনা আতঙ্কে এর আগে স্থগিত করা হয় আইপিএল। এ মৌসুমে আইপিএল মাঠে গড়াবে কি না, সে বিষয়ে আগে থেকেই সন্দেহ প্রকাশ করে আসছে সংবাদমাধ্যম।

সৌরভ বলেন, ‘দেখি কী হয়। এ মুহূর্তে কিছু বলতে পারছি না। এর বাইরে আর কী বলতে পারি! বিমানবন্দর বন্ধ, লোকজন ঘরে বন্দী। কেউ কোথাও যেতে পারছে না। সম্ভবত মে মাসের মাঝামাঝি পর্যন্ত এমন অবস্থাই থাকবে। এখন খেলোয়াড় পাবেন কীভাবে, তারা আসবে কীভাবে—সামান্য মাথা খাটালেই বোঝা যায়। এ মুহূর্তে বিশ্বের কোথাও কোনো খেলার অনুকূল পরিস্থিতি নেই, আইপিএল ভুলে যান।’

এখন পর্যন্ত প্রায় ১৮ লাখের মতো মানুষ আক্রান্ত হয়েছে এ ভাইরাসে। মৃত মানুষের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত