ভোটার স্লিপ ঘরে পৌঁছালে ত্রাণ কেন পৌঁছাবে না: রুবেল

প্রকাশ | ১০ এপ্রিল ২০২০, ১৬:০০ | আপডেট: ১০ এপ্রিল ২০২০, ১৮:০৭

অনলাইন ডেস্ক

নির্বাচনের সময় ভোটার স্লিপ ঘরে ঘরে পৌঁছালে মহামারি কোরানাভাইরাসের প্রাদুর্ভাবের সময় ত্রাণ পৌঁছাবে না কেন এমন প্রশ্ন রেখেছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার রুবেল হোসেন।

গতকাল ৯ এপ্রিল (বৃহস্পতিবার) সোশ্যাল মিডিয়া ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে রুবেল লিখেছেন, ‘এমন পরিস্থিতিতে কেন সরকারি অনুদান বাড়িতে বাড়িতে গিয়ে দেয়া হবে না? এ সংকটময় পরিস্থিতিতে সরকার ওদের পাশে না দাঁড়ালে আর কখন দাঁড়াবে?’

রুবেল আরও লিখেছেন, ‘সমালোচনা বাদ দিন। দেশ এখন সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে। সবাইকে এগিয়ে আসতে হবে। এ দেশ আপনার আমার সবার। নিম্ন আয়ের মানুষকে ঘরে ঘরে খাবার পৌঁছে দিতে হবে। নির্বাচনের সময় ভোটের স্লিপ যদি ঘরে ঘরে গিয়ে দিয়ে আসতে পারেন, তা হলে সরকারি অনুদান বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে আসা যায় না কেন।’

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন দিন আনা দিন খাওয়া মানুষ। একে তো কাজ নেই, ঘরে নেই খাবারও। তাদের কষ্ট উপলব্ধি করেই রুবেল একথা লিখেছেন।