করোনাভাইরাস: ৫ লাখ ইউরো দান করলেন ডর্টমুন্ড অধিনায়ক

প্রকাশ : ২৮ মার্চ ২০২০, ১৮:৫০

সাহস ডেস্ক

চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে উৎপত্তি হওয়া বৈশ্বিক মহামারি করোনাভাইরাস স্থবির করে দিয়েছে গোটা বিশ্বকে। এই কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছে ৫ লাখেরও বেশি এবং মারা গেছে ২৭ হাজারেরও বেশি। সময় মানুষের পাশে দাঁড়িয়েছেন বিশ্ব নন্দিত ফুটবলাররা। এবার সেই কাতারে সামিল হলেন জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড অধিনায়ক মার্কো রয়েস।

রয়েস ও তার স্ত্রী স্কার্লেট গার্টমান ৫ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ৭৩ লাখ ৭৯ হাজার টাকা) দান করেছেন করোনা ভাইরাস প্রাদুর্ভাবের সময় ডর্টমুন্ড শহরের ছোট ও মধ্যম সারির কোম্পানিগুলোকে।

তাদের এই তহবিলের নাম ‘হেল্প ইউর হোমটাউন।’ বাংলায় যার অর্থ ‘তোমার নিজের শহরকে সাহায্য করো’।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত