করোনায় আক্রান্ত মলদিনি

প্রকাশ : ২২ মার্চ ২০২০, ১৪:২৯

সাহস ডেস্ক

ইতালির কিংবদন্তি ডিফেন্ডার পাওলো মালদিনি এবং তাঁর ছেলে দানিয়েল মালদিনি করোনাভাইরাসে আক্রান্ত। খবরটি নিশ্চিত করেছে মালদিনির সাবেক ক্লাব এসি মিলান।

মিলানের বিবৃতিতে বলা হয়,‌ ‘পাওলো মালদিনি, ক্লাবের টেকনিক্যাল পরিচালক করোনাভাইরাসে আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন। এখন তাঁর শরীরেও ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা দিচ্ছে। টেস্টে তিনি পজিটিভ হয়েছেন। তাঁর ছেলে এবং এসি মিলান যুব দলের ফরোয়ার্ড দানিয়েল মালদিনিও টেস্টে পজিটিভ। পাওলো এবং তাঁর ছেলে এর মধ্যেই দুই সপ্তাহ বাসায় একা কাটিয়েছেন। স্বাস্থ্য বিভাগের পরামর্শমতে, পুরো সেরে না ওঠা পর্যন্ত তাঁরা এখন কোয়ারেন্টিনে থাকবেন।’

৫১ বছর বয়সী ইতালি ও মিলানের সাবেক অধিনায়ক মালদিনি ফুটবল ইতিহাসেরই অন্যতম সেরা ডিফেন্ডার। পাঁচবার ইউরোপ-সেরা ক্লাব প্রতিযোগিতা (ইউরোপিয়ান কাপ/চ্যাম্পিয়নস লিগ) জয়ী মালদিনি ক্যারিয়ারের পুরো সময় কাটিয়েছেন মিলানে। শুধু মূল দলেই খেলেছেন ২৫ বছর।

২০১৮ সালে ইতালিয়ান ক্লাবটির টেকনিক্যাল পরিচালক পদে যোগ দেন তিনি। তাঁর ছেলে দানিয়েলে গত মাসে মালদিনি পরিবারের তৃতীয় প্রজন্ম হিসেবে মিলানের জার্সিতে খেলেছেন সিরি ‘আ’-তে। মালদিনির বাবা সিজার মালদিনিও খেলেছেন ইতালি ও মিলানের জার্সিতে।

পাওলো দিবালা করোনায় আক্রান্ত হওয়ার কয়েক ঘণ্টা পরই মালদিনির আক্রান্ত হওয়ার খবর জানায় সংবাদমাধ্যম। ইতালিতে করোনাভাইরাসে মৃত মানুষের সংখ্যা ৪ হাজার ৮০০। ইউরোপে করোনায় সবচেয়ে ভয়াবহ অবস্থা ইতালিরই। ৫৩ হাজারের বেশি মানুষ সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন।

সূত্র: প্রথম আলো

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত