করোনাভাইরাস: দুই সপ্তাহ স্থগিত লা লিগা

প্রকাশ : ১২ মার্চ ২০২০, ১৯:২২

সাহস ডেস্ক

স্পেনে ছড়িয়ে পড়েছে মহামারি করোনাভাইরাস। সবচেয়ে বিপদের মুখে আছে মাদ্রিদ অঞ্চল। আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। ৩১ জন এর মাঝেই মৃত্যুবরণ করেছেন। পুরো স্পেনে মৃতের সংখ্যা আজ পর্যন্ত ৫৫। এই করোনাভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পরেছে স্প্যানিশ লা লিগায়।

আগামীকাল ১৩ মার্চ (শুক্রবার) ঘরের মাঠে এইবারের বিপক্ষে ম্যাচ রিয়াল মাদ্রিদের। করোনা আতঙ্কে ম্যাচটি দর্শকশূন্য মাঠে হওয়ার কথা ছিল। আজ (বৃহস্পতিবার) ম্যাচ পূর্ব অনুশীলনে নামারও কথা ছিল। এমন অবস্থায় আজ রিয়াল মাদ্রিদের এক বাস্কেটবল খেলোয়াড়ের করোনা ধরা পড়েছে। ক্লাবের অনুশীলন মাঠের সুযোগ-সুবিধা ফুটবল ও বাস্কেটবল দল একসঙ্গে ব্যবহার করে। ফলে এ ঘটনার পর দুই খেলার খেলোয়াড়দেরই কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব। ফলে স্থগিত রাখতে হবে কমপক্ষে দুই রাউন্ডের ম্যাচ।

রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে বলেছে, ‘রিয়াল মাদ্রিদের সিয়েদাদে একসঙ্গেই ট্রেনিং করেছে বাস্কেটবল দল আর ফুটবল দল। তাই দুই দলের খেলোয়াড়দের কোয়ারেন্টাইনে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।’

আগামী ১৭ মার্চ (মঙ্গলবার) রাতে চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলতে নামার কথা রিয়াল মাদ্রিদের। এমন সময়ে হঠাৎ বিপদে জিনেদিন জিদানের দল। আপাতত ক্লাবের সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

এখন পর্যন্ত ২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে কাতালান ক্লাব বার্সেলোনা। এবং সমান ম্যাচ খেলে ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়তে আছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত