বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক তামিম

প্রকাশ : ০৮ মার্চ ২০২০, ২০:২১

সাহস ডেস্ক

গত শুক্রবার দেশ সেরা সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার অধীনে সবশেষ ওয়ানডে ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ। ফলে একপ্রকার বাধ্য হয়েই নতুন অধিনায়ক খুঁজতে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তবে প্রাথমিকভাবে বোঝাই গিয়েছিল, মাশরাফির রেখে যাওয়া শূন্যস্থান পূরণ করার দৌড়ে এগিয়ে থাকবেন তিন সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ এবং তামিম ইকবাল। এদের মধ্যে মাহমুদউল্লাহ আবার টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ায়, তার দিকেই পাল্লা ভারী ছিলো। তবে সব জল্পনাকল্পনা দূর করে ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে তামিম ইকবালকেই বেছে নিয়েছে বিসিবি।

আজ ৮ মার্চ (রবিবার) সভায় বসেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘ এ সভায় তামিম ইকবালকে বাংলাদেশ ক্রিকেট দলের পরবর্তী ওয়ানডে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে।

অধিনায়কত্ব তামিমের জন্য অবশ্য নতুন কিছু নয়। বিশ্বকাপের পর গত জুলাইতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ওয়ানডের সিরিজে তিনি দেশকে নেতৃত্ব দিয়েছিলেন। সিরিজের ঠিক আগে চোটে পড়ায় মাশরাফি তখন শ্রীলঙ্কায় যেতে পারেননি। নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১৭-তে মুশফিকুর রহিমের চোটের কারণে একটি টেস্টেও অধিনায়কত্ব করেছিলেন তামিম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত