দুবাইয়ে হবে এশিয়া কাপ: গাঙ্গুলী

প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৫:১০

সাহস ডেস্ক

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী বলেছেন, ‘এশিয়া কাপের পরবর্তী টুর্নামেন্ট আয়োজিত হবে দুবাইয়ে। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এ টুর্নামেন্টে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে।’

আগামী ৩ মার্চ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বৈঠক সামনে রেখে দুবাইয়ের উদ্দেশে উড়াল দেওয়ার আগে ইডেন গার্ডেনসে আজ ২৯ ফেব্রুয়ারি (শনিবার) এ কথা বলেন সৌরভ গাঙ্গুলী।

গাঙ্গুলী বলেন, ‘এশিয়া কাপের ভেন্যু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে সবার মতামতকে গুরুত্ব দিয়েই।’

বিসিসিআই সভাপতি বলেন, ‘এশিয়া কাপ অনুষ্ঠিত হবে দুবাইয়ে এবং সেখানে ভারত ও পাকিস্তান খেলবে।’ 

এর আগে জানা গিয়েছিল, ২০২০ এশিয়া কাপ আয়োজনের ভার পেতে যাচ্ছে পাকিস্তান। কিন্তু বাদ সেধে বসে ভারত। পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ হলে তাতে ভারত খেলবে না। দুটি দেশের উত্তপ্ত রাজনৈতিক সম্পর্কের কারণেই এমন মনোভাব দেখিয়েছিল ভারত। পরে পিসিবি চেয়ারম্যান এহসান মানির কণ্ঠেও ঝরেছে পাকিস্তানের এশিয়া কাপ আয়োজন থেকে সরে যাওয়ার সুর। তখনই বোঝা গিয়েছিল, এশিয়া কাপের ভেন্যু নিয়ে ভারতের মতামতকে গুরুত্ব দিচ্ছে পিসিবি।

বিসিসিআইয়ের পক্ষ থেকে এর আগে বলা হয়েছিল, সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গে ভারতের খেলতে কোনো সমস্যা নেই যদি তা নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হয়।

২০১৩ সালে সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজে অংশ নেয় ভারত-পাকিস্তান। তবে এরপর আইসিসির টুর্নামেন্ট ছাড়া অন্য কোথাও মুখোমুখি হয়নি দু’দল।

সূত্র: প্রথম আলো

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত