রিয়ালের মাঠেই জিতল ম্যানচেস্টার সিটি

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৩২

সাহস ডেস্ক

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে স্বাগতিক স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদকে হারিয়ে প্রথমবারের মত জয় পেল ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। আর এই জয়ে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখল সিটিজেনরা।

২৭ ফেব্রুয়ারি (বুধবার) দিবাগত রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে জিনেদিন জিদানের শীষ্যদের ২-১ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা। এর আগে চারবারের দেখায় একবারও স্প্যানিশদের হারাতে পারেনি সিটিজেনরা।

এদিন ম্যাচের শুরু থেকেই বল দখলে সমান আধিপত্য ছিল দুই দলেরই। ম্যাচের ২১তম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় ম্যানসিটি। গ্যাব্রিয়েল জেসুসের নেওয়া শট ফিরিয়ে দেন রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়া।

ম্যাচের ৩০তম মিনিটে গোলের সুযোগ পেয়েছিলো রিয়ালও। ফারল্যান্ড মেনডির ক্রস থেকে করিম বেনজিমার হেড ফিরিয়ে দেন সিটিজেন গোলরক্ষক এডারসন। তবে ফিরতি বল অবশ্য শট দিতে ব্যর্থ হন ভিনিসিয়াস জুনিয়র। ফলে নিশ্চিত গোলবঞ্চিত হয় স্বাগতিকরা। অবশেষে গোল শূন্যতে বিরতিতে যায় দুদল।

বিরতি থেকে ফিরে এসে ম্যাচের ৬০তম মিনিটে ইসকোর গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা। ভিনিসুয়াস জুনিয়রের দুর্দান্ত পাস আড়াআড়ি শটে জালে জড়ান রিয়ালের স্প্যানিশ এই ফরোয়ার্ড।

জবাব দিতে দেরি করেনি সিটিও। মিনিট ছয়েক পরই ম্যাচের ৭৮তম মিনিটে জেসুস গোলে সমতায় ফেরে সিটিজেনরা। কেভিন ডি ব্রুইনের ক্রস থেকে হেডে বল জালে জড়ান ব্রাজিলিয়ান তারকা গ্যাব্রিয়েল জেসুস।

এরপর ম্যাচের ৮২তম মিনিটে ডি বক্সের ভেতর রাহিম স্টার্লিংকে ফাউল করেন রিয়াল ডিফেন্ডার কার্বাহাল। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সিদ্ধান্তে পেনাল্টি পায় সিটি। ম্যাচের ৮৩তম মিনিটে ডি ব্রুইনের স্পটকিকে এগিয়ে যায় ম্যানসিটি।

পিছিয়ে পড়ে আর গোল পরিশোধ করতে পারেনি জিদান শিষ্যরা। শেষ মুহূর্তে এসে মেজাজ হারিয়ে ফেলা রামোস দেখেন লাল কার্ড। দশ জনের রিয়াল মাদ্রিদ আর ঘুরে দাঁড়াতে পারেনি। অবশেষে ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার শিষ্যরা।

আগামী ১৭ মার্চ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত