করোনাভাইরাসের কারণে দর্শক ছাড়াই লড়বেন রোনালদো-লুকাকুরা

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৩১

সাহস ডেস্ক

ইউরোপ ফুটবলেও হানা দিয়েছে প্রাণঘাতি করোনাভাইরাস। চীন থেকে বিশ্বে ছড়িয়ে পড়তে থাকা এ ভাইরাসের কারণে গত সপ্তাহে ঘরোয়া ফুটবলের তিনটি ম্যাচ বাতিল করে ইতালি। যার মধ্যে সিরি’আ লিগের ক্লাব ইন্টার মিলানের ম্যাচও ছিল।

এবার করোনা ভাইরাসের ভয়ে এ সপ্তাহে ‘ক্লোজড ডোর’ মানে সমর্থক ছাড়া খেলা হবে পাঁচটি ম্যাচের। যার মধ্য আছে জুভেন্টাস বনাম ইন্টার মিলানের মতো দ্বৈরথও।

এমনকি ইতালির উদিনেস, এসি মিলান, পার্মা ও সাসুলোর মতো ক্লাবগুলো মাঠে নামবে ঠিকই কিন্তু থাকবে না সমর্থকরা। শূন্য গ্যালারির সামনে লড়াই করবে দলগুলো।

তবে অন্যান্য ক্লাব লাৎসিও, নাপোলি, লিসে এবং কালিয়ারির ম্যাচ সমর্থকপূর্ণ গ্যালারিতে স্বাভাবিকভাবে মাঠে গড়াবে। তবে সাম্পোদোরিয়ার ম্যাচ নিয়ে এখনও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি সিরি’আ কর্তৃপক্ষ।

উত্তর ইতালিতে ইতোমধ্যে করোনা ভাইরাস আতঙ্ক বিরাজ করছে। পরীক্ষায ২২৯ জনের মধ্যে এ ভাইরাস পাওয়া গেছে। মারা গেছে ৭ জন।

সূত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত