ডি ককের ব্যাটে সমতায় দ.আফ্রিকা

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৫২

সাহস ডেস্ক

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে কুইন্টন ডি ককের ব্যাটে ঘুরে দাঁড়িয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে সমতায় ফিরেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। এর আগে প্রথম ম্যাচে রেকর্ড গড়ে হেরেছিল স্বাগতিকরা।

২৩ ফেব্রুয়ারি (রবিবার) পোর্ট এলিজাবেথে অজিদের ১২ রানে হারিয়েছে প্রোটিয়ারা। এতে ১-১ ব্যবধানে সমতায় ফিরেছে স্বাগতিকরা।

এদিন টসে জিতে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে অধিনায়ক ডি ককের দুর্দান্ত ফিফটির সুবাদে ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা।

দলের হয়ে সর্বোচ্চ ৪৭ বলে ৫ চার ৪ ছক্কায় ৭০ রান করে ফেরেন অধিনায়ক উকেটরক্ষক ওপেনার কুইন্টন ডি কক। রিজা হ্যান্ডরিক্স ১৪ রান, ডু প্লেসিস ১৫ রান, রাইসি ভ্যান ডার ডাসেন ৩৭ রান করেন।

অজিদের হয়ে কেন রিচার্ডসন ২টি এবং প্যাট কামিন্স ও এ্যাডাম জাম্পা ১টি করে উইকেট নেন।

স্বাগতিকদের দেওয়া ১৫৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৬ রান করতে সক্ষম হয় অস্ট্রেলিয়া।

দলের হয়ে সর্বোচ্চ ৫৬ বলে ৫ চার ১ ছক্কায় ৬৭ রান করে অপরাজিত থাকেন ওপেনিংয়ে নামা ডেভিড ওয়ার্নার। অধিনায়ক অ্যারোন ফিন্স ১৪, স্টিভ স্মিথ ২৯ ও উইকেটরক্ষক এলেক্স কেরি ১৪ রান করেন।

স্বাগতিকদের হয়ে নানগি এনগিডি ৩টি, কাগিজো রাবাডা, এনরিজ নর্থজে, ডোয়াইন প্রেটোরিয়াস ১টি করে উইকেট নেন।

ম্যাচ সেরা হয়েছেন কুইন্টন ডি কক।

আগামী ২৬ ফেব্রুয়ারি (বুধবার) কেপটাউনে সিরিজ নির্ধারণী ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দু’দল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত