মুজিববর্ষ উপলক্ষে বরিশাল ম্যারাথন ২০২০

প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০২০, ১৯:২৪

অনলাইন ডেস্ক

‘বৈচিত্র্যের বিকাশেই ঐক্যের বন্ধন’ স্লোগানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে বরিশালে প্রথমবারের  মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বরিশাল ম্যারাথন ২০২০।

২২ ফেব্রুয়ারি (শনিবার) বিজ্ঞান সংগঠন কসমিক কালচারের আয়োজনে এ ম্যারাথন অনুষ্ঠিত হবে।

বরিশাল ম্যারাথন ২০২০ উপলক্ষে বৃহত্তর বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন বয়সী দেড় শতাধিক পেশাদার ও শৌখিন দৌড়বিদ এতে অংশগ্রহণ করবেন।

বরিশাল ম্যারাথনে মোট চারটি ক্যাটাগরিতে, হাফ ম্যারাথন (২১.১ কিমি), পাওয়ার রান (১০ কিমি), ড্রিম রান (৫ কিমি) ও চ্যারিটি রান (৩.৫ কিমি) প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। 

বরিশাল ম্যারাথনের পৃষ্ঠপোষকতায় রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লি. অমৃত কনজ্যুমার ফুড প্রোডাক্টস লি. এবং ডাটা ক্রাফট।