এবার সালাউদ্দিনের প্রতিদ্বন্দ্বিতা করবেন বাদল

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২০, ১৮:১০

সাহস ডেস্ক

গত কয়েক মাস ধরে শোনা যাচ্ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো. সালাউদ্দিনের প্রতিদ্বন্দ্বিতা করবেন বিশিষ্টি ব্যবসায়ী ও সাবেক ফুটবলার তরফদার মো. রুহুল আমিন। তবে হঠাৎ সে স্বিদ্ধান্ত পরিবর্তন করলেন তরফদা। তিনি সাফ সাফ জানিয়ে দিলেন আগামী নির্বাচনে কাজী সালাউদ্দিনের প্রতিদ্বন্দ্বিতা করবেন না। তাই কাজী সালাউদ্দিন আশায় ছিলেন আগামী নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারো বাফুফের সভাপতি হবেন।

কিন্তু আজ আবারো দুশ্চিন্তায় কাজী মো. সালাউদ্দিন। কারণ তার প্রতিদ্বন্দ্বিতা করতে আকস্মিক ঘোষণা দিয়েছেন বর্তমান কমিটির সহসভাপতি ও সাবেক তারকা ফুটবলার বাদল রায়।

২০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) মোহামেডান স্পোর্টিং ক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষনা দিয়েছেন বাদল রায়।

বাদল রায় বলেছেন, ‘কেউ যদি সভাপতি পদে না দাঁড়ান, তাহলে আমিই দাড়াবো। আমি নতুন জীবন নি‌য়ে এসেছি। এ অবস্থায় ফুটবলের উন্নয়নে কাজ করার চেষ্টা ক‌রি। ভাল খারাপ- সব সময়ই থা‌কি। সাফ ফুটব‌লে তার প্রমাণও আছে।’

তিনি বলেন, ‘প্র‌তিবাদ কর‌তেই আমার জন্ম। ফুটব‌লের খারাপ কিছু আমার সহ্য হয় না। কী পেলাম? কা‌জে ফির‌তে চাইলাম। ৩৮০ উপ‌জেলায় হা‌ন্টিং করলাম। প‌রিকল্পনা নিলাম। বহুবার বস‌তে ব‌লে‌ছি সালাউদ্দিন ভাই‌কে। একা‌ডে‌মি আমার প্রস্তাব ছিল। তৈরিও করেছিলাম। দুঃখ লাগে, সেটা হারালাম। সি‌লে‌টে অ-১৬ দল চ্যা‌ম্পিয়ন হলো। সবাই পরে ‌হারি‌য়ে গেল। কাজী সালাউদ্দিনের সাংগঠ‌নিক দক্ষতা একেবা‌রেই নেই। তিনি শুধু চেয়ারটা উপ‌ভোগ ক‌রছেন।’

বাদল রায় বলেন, ‘তরফদার সা‌হেব আসলেন। তিনি শেখ কামাল‌কে স্মরণ কর‌লেন, টুর্নামেন্ট করলাম। সালাউদ্দিন সা‌হেব‌কে কখনও শেখ কামা‌লের নাম নি‌তে শু‌নিনি। উনি না‌কি কামালের বন্ধু।’

তিনি বলেন, ‘তরফদার‌কে সমর্থন ক‌রি এই কারণে যে, তিনি এগিয়ে এসেছেন, অর্থ দি‌লেন, তা‌কেই তো সমর্থন কর‌বো। না‌কি যি‌নি ধ্বংস ক‌রে‌ছেন তা‌কে কর‌বো? তরফদা‌রের সিদ্ধান্তে আমি প্রস্তুত ছিলাম না। ফুটবল তো ম‌রে গে‌ছে, কবর দেওয়া বা‌কি। তিনি ব‌সি‌য়ে দি‌লেন তরফদারকে। চাপ তো আমিও দি‌তে পা‌রি। আমি এখনও ফিট কা‌জের জন্য। চে‌য়ে‌ছি কাজ কর‌তে, পা‌রি‌নি।’

সাবেক এ তারকা ফুটবলার বলেন, ‘মে‌য়ে‌দের মা‌ঠে আন‌তে শেখ হা‌সিনার ভূমিকা অনবদ্য, বল‌তেই হ‌বে। কিন্তু বাহবা নি‌তে দে‌রি ক‌রেন না সালাউদ্দিন। ফুটব‌লের সংকট চল‌ছে, সবাই বল‌ছে আমা‌কে সাম‌নে আসতে। ফুটবল ছাড়া সব জায়গা‌তেই শেখ হা‌সিনা সফল।’

তিনি বলেন, ‘সালাউদ্দিন সাহেব চাপ দিয়ে তরফদারকে সরিয়েছেন। তিন ঘন্টার ম‌ধ্যে সংবাদ স‌ম্মেলন করলেন। এটা দুঃখজনক। ম‌হি‌কে (মহিউদ্দিন মহি) যেভা‌বে ব‌লে‌ছেন, এটা‌তে প‌রিস্কার, তার টা‌র্গেটটা কী?’

বাদল রায় আরও বলেন, ‘ওনা‌কে সময় দেওয়া যা‌বে না। সবার ম‌তো আমিও চাই নতুন নেতৃত্ব আসুক। আসুন সব‌াই মি‌লে একজন‌কে নি‌য়ে আসি। আশা করি, কেউ না কেউ দাঁড়া‌বে। সভাপ‌তি প‌দে নতুন কেউ প্রার্থী না হলে আমি নি‌জেই প্রার্থী হবো।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত