প্রথমবারের মত পাঁচ দিনের হবে বিসিএল ফাইনাল

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৬:১৮

সাহস ডেস্ক

চলমান বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনাল ম্যাচ চার দিনের পরিবর্তে পাঁচ দিনের হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর এই প্রথম বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে পাঁচ দিনের ম্যাচ হবে।

১৬ ফেব্রুয়ারি (রবিবার) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।

রবিবার বিসিএলের তৃতীয় রাউন্ডের তৃতীয় দিনের খেলা শেষ হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) চতুর্থ ও শেষ দিনের পর জানা যাবে বিসিএলের ফাইনালে খেলবে কোন দুই দল।

আগামী ২১ ফেব্রুয়ারি (শুক্রবার) বিসিএলের ফাইনাল ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে। অবশ্য ফাইনাল ম্যাচটি সিলেটে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত