রুম টু রিড এর আয়োজনে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৪১

সাহস ডেস্ক

ঢাকার চারটি শিক্ষা থানার অন্তর্গত ১৩ টি স্কুলের অংশগ্রহণে গত (১৬ ফেব্রুয়ারি) আন্তঃ-বিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ডেমরা থানার অন্তর্গত মান্নান হাই স্কুল এ্যান্ড কলেজ প্রাঙ্গণে। টুর্নামেন্টের সর্বাঙ্গীণ আয়োজনে সহায়তা করে রুম টু রিড। রুম টু রিডের অন্তর্ভুক্ত ১৩ টি স্কুলে আন্তঃ-শ্রেণি ব্যাডমিন্টনে দুজন করে মেয়েশিশু সেরা নির্বাচিত হয়। প্রাথমিক পর্বে স্কুলগুলো অংশ নেয় একে অপরের বিরুদ্ধে। শেষ পর্যন্ত ফাইনালে উঠে আসে শহীদ মানিক আদর্শ উচ্চ বিদ্যালয় ও ডগাইর রোস্তম আলী হাই স্কুল। 

১৬ ফেব্রুয়ারি মান্নান হাই স্কুলের প্রাঙ্গণে অনুষ্ঠান শুরু হয় মান্নান হাই স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থীদের সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গার্লস এডুকেশন প্রোগ্রাম ঢাকা অঞ্চলের প্রোগ্রাম এ্যাসোসিয়েট ফারজানা আক্তার রূপা। প্রীতি ম্যাচের মাধ্যমে অনুষ্ঠান উদবোধন করেন বাংলাদেশে ব্যাডমিন্টনের জাতীয় চ্যাম্পিয়ন শাপলা আক্তার। প্রীতি ম্যাচে আরো অংশ নেন রুম টু রিডের গার্লস এডুকেশন প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার রুকসানা সুলতানা, রুম টু রিডের ঢাকা অঞ্চলের ফিল্ড ম্যানেজার শাইখুলুজ্জামান মিনার। 

তুমুল উত্তেজনা পূর্ণ প্রতিযোগিতায় জয়লাভ করে শহীদ মানিক আদর্শ উচ্চ বিদ্যালয়ের মোহনা আক্তার ও সুমাইয়া আক্তার রিতু। ডগাইর রোস্তম আলী হাই স্কুল রানার আপ হয় এবং তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে অগ্রদূত বিদ্যানিকেতন হাই স্কুল কে হারিয়ে সেকেন্ড রানার আপ হিসেবে নির্বাচিত হয় এমএ সাত্তার উচ্চ বিদ্যালয়। 

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল অনুভূতি প্রকাশ ও পুরস্কার বিতরণ। নিজেদের অনুভূতি ও উচ্ছাস প্রকাশ করেন আগত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও অতিথিবৃন্দ। অনুভূতি প্রকাশ করে বিজয়ী সুমাইয়া আক্তার রিতুর গর্বিত মা, রানার আপ দলের উম্মে হাবিবা উর্মি, ডগাইর রোস্তম আলী হাই স্কুল ও শহীদ মানিক হাই স্কুলের ক্রীড়া শিক্ষক, রুম টু রিড জিইপি সদস্য এমএ সাত্তার হাই স্কুলের শারমিন সুলতানা ও আদর্শ উচ্চ বিদ্যালয় এ্যান্ড কলেজের জিম আক্তার। 

এরপর পুরস্কার ট্রফি তুলে দেয়া হয় চ্যাম্পিয়ন, রানার আপা ও সেকেন্ড রানার আপদের হাতে। পুরস্কার তুলে দেয়া হয় প্রতিটি স্কুলের ব্যাডমিন্টনে সেরা মেয়েশিশুদের হাতে। এছাড়াও শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয় অতিথিদের হাতে। 

অতিথিদের মধ্যে আরো বক্তব্য রাখেন মান্নান হাই স্কুল এ্যান্ড কলেজের স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম মোর্শেদ অরুণ, রুম টু রিড গার্লস এডুকেশন প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার রুকসানা সুলতানা, রুম টু রিড ঢাকা অঞ্চলের ফিল্ড ম্যানেজার শাইখুলুজ্জামান মিনার, মান্নান হাই স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম প্রমুখ। 

বক্তারা তাদের বক্তব্যে মেয়েশিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলাতে জোর দেয়ার আহবান জানান। পরবর্তীতে এরকম আরো অনুষ্ঠান ও কার্যক্রম আয়োজনে তারা রুম টু রিডের সহায়তা কামনা করেন এবং রুম টু রিডের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। বক্তারা তাদের বক্তব্যে মাদককে না বলার আহবান জানান ও তথ্যপ্রযুক্তির সুষ্ঠু ব্যবহারে আগত শিক্ষার্থীদের সতর্ক থাকতে বলেন। 

অতিথিদের বক্তব্য শেষে রুম টু রিড এর পক্ষ হতে সকল অতিথি ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে এবং বিজয়ী ও বিজিত সকল মেয়েশিশুদের আবারো ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানেন ফারজানা আক্তার রূপা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত