আজ ঢাকায় পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৪৫

সাহস ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আজ ঢাকায় পৌঁছেছে জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল।

১৫ ফেব্রুয়ারি (শনিবার) বিকেল ৪টা ৫০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ক্রেইগ আরভিনরা।

শুরুতে এক ম্যাচের টেস্ট সিরিজ থাকায় আজ শুধু টেস্ট দলই ঢাকায় পৌঁছেছে। মিরপুরে দুই দলের মধ্যকার একমাত্র টেস্টটি শুরু হবে আগামী ২২ ফেব্রুয়ারি। তার আগে বিকেএসপিতে বিসিবি একাদশের বিপক্ষে জিম্বাবুয়ে ক্রিকেট দল ১৮-১৯ ফেব্রুয়ারি দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে।

প্রথমবার সন্তানের বাবা হবেন নিয়মিত অধিনায়ক শন উইলিয়ামসন। যে কারণে মিরপুর টেস্টে তাকে পাবে না দল। উইলিয়ামসনের পরিবর্তে অধিনায়ক করা হয়েছে আরভিনকে।

টেস্টের পর সিরিজের তিনটি ওয়ানডেই অনুষ্ঠিত হবে সিলেটে। ম্যাচগুলো যথাক্রমে ১, ৩ ও ৬ মার্চ মাঠে গড়াবে। এরপর ঢাকায় ফিরে আসবে দু’দল। আর মিরপুরে ৯ ও ১১ মার্চ দুটি টি-টোয়েন্টি হবে। পরে ১২ মার্চ ঢাকা ত্যাগ করবে জিম্বাবুয়ে দল।

জিম্বাবুয়ের বাংলাদেশ সফরের সূচি:
১৮-১৯ ফেব্রুয়ারি: দুই দিনের প্রস্তুতি ম্যাচ
২২-২৬ ফেব্রুয়ারি: একমাত্র টেস্ট, মিরপুর
০১ মার্চ: প্রথম ওয়ানডে, সিলেট
০৩ মার্চ: দ্বিতীয় ওয়ানডে, সিলেট
০৬ মার্চ: তৃতীয় ওয়ানডে, সিলেট
০৯ মার্চ: প্রথম টি-টোয়েন্টি, মিরপুর
১১ মার্চ: দ্বিতীয় টি-টোয়েন্টি, মিরপুর
১২ মার্চ: জিম্বাবুয় দলের ঢাকা ত্যাগ

প্রতিটি ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ হবে দিবা-রাত্রির।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত